বিপিএলের তিনদিনেই আটক ২০ জুয়াড়ি!
আগেরবারও বিপিএল চলার সময় মাঠে ছিল জুয়াড়িদের আনাগোনা। সেবার আইন করা হয়েছিল, মাঠে মোবাইল হাতে জুয়াড়িদের দেখলেই তাদের আটক করতে পারবেন মাঠে থাকা ম্যাজিস্ট্রেট ও পুলিশ। এবার বিপিএলের শুরুতেই মিরপুর স্টেডিয়ামে আটক হয়েছেন ছয় ভারতীয় জুয়াড়িসহ মোট ২০ জন। তবে তাদের শুধু জরিমানা করেই ছেড়ে দেওয়া হয়েছে।
বিপিএলে মাঠে বসে স্পট ফিক্সিংয়ের ঘটনা নতুন নয়। ২০১৭ সালের বিপিএল চলার সময় অস্ট্রেলিয়ান পেসার ডার্ক ন্যানেস জানিয়েছিলেন, ২০১৩ সালে মোবাইল হাতে জুয়াড়িদের স্টেডিয়ামে বসে থাকতে দেখেছেন নিজের চোখেই। ২০১৩ সালের বিপিএল ফিক্সিং কেলেঙ্কারিতে মোহাম্মদ আশরাফুলসহ বেশ কয়েকজন ক্রিকেটারের ক্যারিয়ার থমকে যায়। এক বছর বন্ধ থাকার পর নতুনভাবে শুরু হয় বিপিএল।
গতবছর বিপিএল কর্তৃপক্ষ নিয়ম করেছিল, মাঠে কাউকে সন্দেহ হলে তাকে আটক করতে পারবেন ম্যাজিস্ট্রেট। গতকাল মোবাইল ফোনসহ আটক করা হয়েছে পাঁচজন জুয়াড়িকে। ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান ক্রিকবাজকে জানিয়েছেন, ওই জুয়াড়িদের সবার বাড়িই ভারতে, ‘তারা মোবাইল ফোন দিয়ে ফিক্সিংয়ের চেষ্টা করছিল। সবাইকে আটক করে প্রত্যেককে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে, সবার মোবাইল রেখে দেওয়া হয়েছে। এই মৌসুমে তারা আর বিপিএলের ম্যাচ মাঠে বসে দেখতে পারবে না।’ এই পাঁচজনের মাঝে তিনজনের নাম জানা গেছে। দীপক, সঞ্জীব কুমার ও সুনীল কুমার, তিনজনের বাড়িই ভারতের হরিয়ানা রাজ্যে।
ইমরুল আরও জানিয়েছেন, গত রবিবারও আরেকজন ভারতীয় জুয়াড়িকে ধরেছিলেন তারা। বিপিএলের প্রথম তিনদিনে ছয়জন ভারতীয়সহ মোট ২০ জন জুয়াড়িকে আটক করেন তারা। এছাড়াও বিনা টিকেটে স্টেডিয়ামে প্রবেশের অপরাধে সজীব আহমেদ নামের একজনকে আটক করা হয়েছে।