• কোপা আমেরিকা
  • " />

     

    'কোচ ডাকলেই ফিরবেন মেসি'

    'কোচ ডাকলেই ফিরবেন মেসি'    

    ২০১৬ কোপা আমেরিকার ফাইনাল হেরে হুট করেই অবসরের ঘোষণা দিয়েছিলেন লিওনেল মেসি। গত বছর বিশ্বকাপের পর বাকি ছয় মাস আর্জেন্টিনার হয়ে খেলবেন না, জানিয়েছিলেন তিনি। ২০১৮ শেষ, চলে এসেছে ২০১৯। তবে জাতীয় দলে ফেরার ব্যপারে কিছু বলেননি মেসি। তবে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান ক্লদিও তাপিয়া জানিয়েছেন, আর্জেন্টিনার ম্যানেজার লিওনেল স্ক্যালোনি দলে ডাকলেই আর্জেন্টিনার জার্সিতে ফিরবেন মেসি।

     

     

    চিলির কাছে কোপা আমেরিকা হারের পর ভক্তদের অনুরোধে মাসখানেক পরই ফিরেছিলেন মেসি। আর্জেন্টিনাকেও তুলেছিলেন ২০১৮ বিশ্বকাপের মূলপর্বে। রাশিয়া বিশ্বকাপের শেষ ষোল থেকে বিদায় নেওয়ার পর অনেকেই ভেবেছিলেন, এবার পাকাপাকিভাবেই হয়ত অবসর নেবেন মেসি। গত বছর ‘আলবিসেলেস্তে’দের আর দেখা যায়নি মেসিকে। তখনই দুইয়ে দুইয়ে চার মিলিয়েছিলেন অনেকেই। সেই সাথে ২০১৯ চলে আসলেও জাতীয় দলে ফেরার ব্যাপারে কিছু জানাননি মেসি। সব মিলিয়ে বেশ অস্বস্তিতেই ছিল আর্জেন্টাইন সমর্থকেরা।

     

     

    তবে আশার খবরই জানাচ্ছেন তাপিয়া, ‘সবাই জানে মেসি আমাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। প্রতিটি টুর্নামেন্টেই সে আমাদের জন্য দারুণ খেলেছে। দলের অধিনায়কও সে। প্রায় বছরখানেক সে দলের বাইরে ছিল। কিন্তু স্ক্যালোনি তাকে দলে ডাকলেই হয়ত ফিরবেন তিনি। এখনও এ ব্যাপারে মেসির সাথে আমার সরাসরি কথা হয়নি, তবে আমরা সবাই চাই সে ফিরুক।’