• দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সিরিজ
  • " />

     

    বিশ্বকাপে খেলতে ভালো করতে হবে পিএসএলে!

    বিশ্বকাপে খেলতে ভালো করতে হবে পিএসএলে!    

    বিশ্বকাপের বাকি আর মাত্র তিন মাস। শেষ পর্যন্ত কারা ঠাই পাবেন পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে, সেই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সব ক্রিকেটারের মনেই। কী করলে ইংল্যান্ড বিশ্বকাপে দলের সাথে যাওয়ার সুযোগ হবে? পাকিস্তান কোচ মিকি আর্থার বলছেন, বিশ্বকাপে খেলতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের পাশাপাশি ভালো খেলতে হবে পিএসএলেও!

    আগামী ১৪ ফেব্রুয়ারি দুবাইতে শুরু হবে পাকিস্তান সুপার লিগের চতুর্থ আসর। এখানে খেলবেন পাকিস্তানের ওয়ানডে দলের সব ক্রিকেটারই। বিশ্বকাপের আগে চূড়ান্ত স্কোয়াড নির্বাচনে এই টুর্নামেন্ট বড় ভূমিকা রাখবে, সেটা আগেভাগেই জানিয়ে দিলেন আর্থার।

    প্রধান নির্বাচক ইনজামাম-উল-হকও পিএসএলের পারফরম্যান্স দেখে বিশ্বকাপের স্কোয়াড নির্বাচন করতে চান, জানালেন আর্থার, ‘আমরা দুজন অনেকদিন ধরেই একসাথে কাজ করছি, আমাদের চিন্তাভাবনাও একই রকম। আমি ক্রিকেটারদের সরাসরিই বলেছি, চূড়ান্ত স্কোয়াডে ১৫ জন থাকবে। এই ১৫ জনের জন্য আনুমানিক ১৯ জন ক্রিকেটার লড়াই করছে। পিএসএলে যদি কেউ ভালো খেলে, তাহলে তাঁর বিশ্বকাপে যাওয়ার পথ অনেকটা মসৃণ হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ও পিএসএল শেষেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবো কোন ১৫ জন ইংল্যান্ডে যাচ্ছে। এই দুটিই সিরিজই তাই অনেক গুরুত্বপূর্ণ।’

    কিছুদিন আগে শোয়েব মালিক বলেছিলেন, এবার বিশ্বকাপ জিততে পারে পাকিস্তানও। বিশ্বকাপে পাকিস্তানকে নিয়ে অনেক আশাবাদী আর্থারও, ‘আমার দলকে নিয়ে আমি গর্বিত। বিশেষ করে তরুণ ক্রিকেটাররা যেভাবে পারফর্ম করছে সেটা অসাধারণ। গত সাড়ে চার মাসে আমরা টানা ক্রিকেট খেলেছি। অন্য যেকোনো দলের চেয়ে এটা বেশি। আমাদের কেউই খুব একটা বিশ্রাম পাচ্ছে না। তবে এটাকে কোনো অজুহাত বানাতে চাই না। আমাদের সব পরিকল্পনা তৈরি। আমি, ইনজামাম ও সরফরাজ তিনজনই দারুণ একটা বিশ্বকাপের আশায় আছি।’

    শেষ পর্যন্ত কারা বিশ্বকাপে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবে, সেটা জানা যাবে কয়েক সপ্তাহের মাঝেই।