• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    ভিএআরের যুগে প্রবেশ করছে চ্যাম্পিয়নস লিগও

    ভিএআরের যুগে প্রবেশ করছে চ্যাম্পিয়নস লিগও    

    চ্যাম্পিয়নস লিগে ভিএআর সংযোজনের ব্যাপার আগেই নিশ্চিত করা হয়েছিল। পুরনো খবরটাই নতুন করে জানান দিল ইউয়েফা। প্রায় আড়াই মাস বিরতির পর আগামীকাল ফিরছে চ্যাম্পিয়নস লিগ। ম্যানচেস্টার ইউনাইটেড-পিএসজি ও রোমা-পোর্তো ম্যাচ দিয়ে তাই শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের ভিএআর যুগেরও। 

    ৪ পরিস্থিতিতে বদলানো যাবে মাঠে দেওয়া রেফারির সিদ্ধান্ত। অথবা ভিএআরও নিজেদের পরমার্শ জানাতে পারবে রেফারিকে। গোল, পেনাল্টি, লাল কার্ড ও মিসটেকেন আইডেন্টির জন্যই কেবল বদলাবে সিদ্ধান্ত। তবে মাঠে দেওয়া রেফারির সিদ্ধান্ত হতে হবে পুরোপুরি ভুল। 

    ইউরোপের শীর্ষ ৫ লিগের ৪ টিতেই ভিএআর থাকলেও, প্রিমিয়ার লিগে এখনও সংযোজন করা হয়নি ফুটবলের নতুন এই নিয়ম। 

    আরও পড়ুন: রহস্যের নাম ভিএআর