• সিরি আ
  • " />

     

    এতকিছুর পরেও ইন্টারে থাকতে চান ইকার্দি!

    এতকিছুর পরেও ইন্টারে থাকতে চান ইকার্দি!    

    ইন্টার মিলানের সমর্থকদের সাথে তার সম্পর্ক অনেক আগে থেকেই একটু তেতো। গত মঙ্গলবার তার থেকে কেড়ে নেওয়া হয়েছে ইন্টারের অধিনায়কত্ব। 'নেরাজ্জুরি'দের এমন সিদ্ধান্তে অভিমান করে গত সপ্তাহে ইউরোপা লিগে র‍্যাপিড ভিয়েনার বিপক্ষে নিজেকে সরিয়ে নিয়েছেন মাউরো ইকার্দি। মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছে হাঁটুর ইনজুরি। সব মিলিয়ে সময়টা একেবারেই ভাল যাচ্ছে না ইন্টারের 'সাবেক' অধিনায়কের। সহধর্মিণী এবং এজেন্ট ওয়ান্ডা নারার কথার পরেই ইকার্দির কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছে, জানিয়েছিলেন মহাব্যবস্থাপক বেপ্পে মারোত্তা। ইকার্দির ক্লাব ছাড়ার গুঞ্জন মাথাচাড়া দিচ্ছিল তাই স্বাভাবিকভাবেই। কিন্তু যার কারণেই মূলত এতসব গণ্ডগোল, সেই নারাই জানিয়েছেন, ইন্টারেই থাকতে চান ইকার্দি।

     

     

    গতকাল রবিবার স্তাদিও জিউসেপ্পে মিয়াজ্জায় ইন্টার এবং সাম্পদোরিয়ার ম্যাচটি দর্শকসারিতে বসেই উপভোগ করেছিলেন ইকার্দি এবং নারা। ম্যাচ শেষে নারা জানিয়েছেন, অধিনায়কত্ব কেড়ে নিয়ে ইকার্দিকে অসম্মানই করেছে ইন্টার, 'মাউরো ইন্টারে যোগ দেওয়ার দিন থেকে ক্লাবের প্রতি সম্পূর্ণ নিবেদিতপ্রাণ। ক্লাবের জন্য সে নিজের সর্বোচ্চ দিয়েছে প্রত্যেক ম্যাচেই। ইন্টারের অধিনায়কত্বটা সে গর্বের সাথে উপভোগ করত। কিন্তু আকস্মিকভাবে অধিনায়কত্ব কেড়ে নেওয়াটা মাউরোর এক পা কেটে ফেলার মতই। আর সবচেয়ে অবাক করার ব্যাপার হল, আমাদেরকে সরাসরি কিছু জানানো হয়নি। অথচ আমরা প্রতিদিনই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখেছি, আমি তো গত সপ্তাহেই তিন ঘণ্টা ধরে মিটিংও করেছি তাদের সাথে। কিন্তু অধিনায়কত্ব কেড়ে নেওয়ার খবরটি আমাদের পেতে হয়েছে টুইটার থেকে।'

    কিন্তু এত কিছুর পরও ক্লাবের প্রতি শ্রদ্ধা অক্ষুণ্ণ আছে ইকার্দির, জানিয়েছেন নারা, 'মাউরো এখনও ইন্টারকে ভালোবাসে। আমাদের পরিবারের সবাই-ই ইন্টার সমর্থক। মাঠের বাইরের এতসব বিতর্কের কারণে মাউরো ক্লাব ছাড়তে চায়, এমন অনেক গুঞ্জন দেখেছি সংবাদমাধ্যমে। কিন্তু আমি নিশ্চিতভাবেই জানাতে চাই, ইন্টারেই থাকতে চায় মাউরো।'

     

     

    নারার মত সংবাদমাধ্যমে ইকার্দি বিতর্কে আলোকপাত করেছেন ইন্টার মহাব্যবস্থাপক মারোত্তা, 'মাউরোর সাথে সমস্যাটা বেশ অনেকদিন ধরেই চলে আসছে। আমরা অনেকবার চেষ্টা করেছি সমাধানে আসতে, কিন্তু তার এজেন্ট (নারা) প্রকাশ্যে এসব বেফাঁস মন্তব্য করায় অশান্তি বেড়েই চলেছে। সবকিছু মাথায় রেখেই আমরা তার বদলে সামিরকে (হান্দানোভিচ) অধিনায়ক বানিয়েছি। নিজেদের মাঝে সমস্যা সমাধান না করে সংবাদপত্রে এসব মন্তব্য করা কখনোই প্রত্যাশিত নয়। তবে আমরা এখনই কোনও সিদ্ধান্তে উপনীত হতে চাচ্ছি না। আমরা মাউরোকে আবারও চুক্তি নবায়নের প্রস্তাব দেব। বাকিটা দুই পক্ষের বৈঠকেই চূড়ান্ত করা হবে।'

    র‍্যাপিড ভিয়েনার বিপক্ষে আগামী বৃহস্পতিবার ইউরোপা লিগের শেষ ৩২-এর দ্বিতীয় লেগে মুখোমুখি হবে ইন্টার। ইনজুরি সেরে গেলে হয়ত এই ম্যাচ দিয়েই ইন্টারের স্কোয়াডে ফিরবেন ইকার্দি।