২৪ রানে অল-আউটের পরদিন ৯৩ রানের জয়
ওমান ২৪৮/৮, ৫০ ওভার
স্কটল্যান্ড ১৫৫ অল-আউট, ৪০ ওভার
ওমান ৯৩ রানে জয়ী
একই ভেন্যু। সময়ের হিসেবে ব্যবধান শুধু ২৪ ঘন্টার মতো। এতেই যেন বদলে গেল ওমান। ২৪ রানে স্কটল্যান্ডের বিপক্ষে অল-আউট হয়ে জীবন যে দিকটা দেখিয়েছিল তাদের, একদিন পর তারা সেই স্কটল্যান্ডকেই হারিয়ে দিল ৯৩ রানের বড় ব্যবধানে। একদিন- ক্রিকেটের হিসেবে দীর্ঘ সময়! এই একদিনে তাই বদলে যেতে পারে কতো কিছু!
আগের দিনের মতো এদিনও টসে জিতে ফিল্ডিং নিয়েছিল স্কটল্যান্ড, হয়তো ওমানকে সেই ভয়াল দিনটার কথা মনে করিয়ে দিতেই! তবে ওমান এদিন হড়কালো না। চারে নামা মোহাম্মদ নাদিম ও সাতে নামা খুররম নওয়াজের ৬৪ রানের দুইটি ইনিংসে ভর করে ওমান তুলেছিল ২৪৮ রান।
সাতজন বোলার ব্যবহার করেছে স্কটল্যান্ড, সাফিয়ান শরিফ ৩ উইকেট নিয়েছেন ৬০ রানে।
জবাবে ওমান বোলারদের তোপে পড়ে নিয়মিত উইকেট হারিয়েছে স্কটল্যান্ড। দুই পেসার বিলাল খান ও খলিমুল্লাহ মিলে ১৬ ওভারে মাত্র ৩৯ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। তবে সবচেয়ে সফল ছিলেন বাঁহাতি স্পিনার বাদল সিং, ১০ ওভারে ২৫ রানে তিনি নিয়েছেন ৩ উইকেট। মোহাম্মদ নাদিম ৩ উইকেট নিয়েছেন ৩৮ রানে।
রিচি বেরিংটন ৩৭, জর্জ মুনসি ৩৪ ও মার্ক ওয়াট ৩৬ রান করলেও ইনিংস বড় করতে পারেননি কেউ। স্কটল্যান্ড ১৫৫ রানে গুটিয়ে গেছে ৪০ ওভারেই।
সিরিজের তৃতীয় ম্যাচ ২২ তারিখ, একই ভেন্যুতে।