দুই প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াড
আগামী ২৩ এবং ২৪ মার্চ পানামা ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সে কথা মাথায় রেখেই ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন 'সেলেসাও' কোচ তিতে। ইনজুরির কারণে থাকছেন না নেইমার। ফর্মহীনতায় ভোগায় জায়গা হয়নি মার্সেলো, ডেভিড লুইজ, ডগলাস কস্তা, পাউলিনহো, উইলিয়ানের। কিন্তু তারপরও ব্রাজিলের একাদশে তারকাখ্যাতির কমতি নেই এতটুকু। বার্সেলোনার হয়ে গড়পড়তা মৌসুম কাটালেও দলে জায়গা করে নিয়েছেন ফিলিপ কুতিনিয়ো। তবে সবচেয়ে বড় চমকটা আক্রমণভাগে রেখেছেন তিতে। প্রথমবারের মত মূল স্কোয়াডে জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের ১৮ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। প্রথমবারের মত ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সি গায়ে জড়ানোর সুযোগ পেয়েছেন ওয়েস্ট হাম ফরোয়ার্ড ফিলিপে অ্যান্ডারসন।
ব্রাজিলের পূর্ণাঙ্গ স্কোয়াড
গোলরক্ষক: অ্যালিসন (লিভারপুল), এডারসন মোরায়েস (ম্যানচেস্টার সিটি), ওয়েভেরটন (পালমেইরাস)
ডিফেন্ডার: দানি আলভেজ, মার্কিনিয়োস, থিয়াগো সিলভা (পিএসজি), দানিলো (ম্যানচেটার সিটি), ফিলিপে লুইজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), মিরান্ডা (ইন্টার মিলান), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), এডার মিলিতাও (পোর্তো)
মিডফিল্ডার: অ্যালান (নাপোলি), আর্থার মেলো (বার্সেলোনা), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনহো (লিভারপুল), ফিলিপ কুতিনিয়ো (বার্সেলোনা), লুকাস পাকেতা (এসি মিলান), ফিলিপে অ্যান্ডারসন (ওয়েস্ট হাম)
ফরোয়ার্ড: রবার্তো ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল হেসুস (ম্যানচেস্টার সিটি), এভারটন (গ্রেমিও), রিচার্লিসন (এভারটন), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)