• ফিফা ক্লাব বিশ্বকাপ
  • " />

     

    ক্লাব বিশ্বকাপ বয়কট করবে ইউরোপিয়ান ক্লাবগুলো?

    ক্লাব বিশ্বকাপ বয়কট করবে ইউরোপিয়ান ক্লাবগুলো?    

    ফিফা ক্লাব বিশ্বকাপে সব মহাদেশ মিলিয়ে সাধারণত অংশ নেয় আটটি ক্লাব। আরও বেশি ক্লাবের অংশগ্রহণ নিশ্চিত করতে ফিফা প্রস্তাব দিয়েছে, ২০২১ সালে থেকে এই টুর্নামেন্টে খেলতে পারে ২৪টি দল। তবে ফিফার এই সিদ্ধান্তে বেঁকে বসেছে ইউরোপিয়ান ক্লাবগুলো। ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনোকে সাফ জানিয়ে দিয়েছে, ক্লাবের সংখ্যা বাড়লে ইউরোপের সব বড় ক্লাব ফিফা ক্লাব বিশ্বকাপ বয়কট করবে!

    ইয়েফার সাথে এক বৈঠকের পর ফিফা জানিয়েছিল, ২০২১ সাল থেকে ক্লাব বিশ্বকাপে খেলবে ২৪ দল। ইউরোপ থেকে অংশ নেবে আটটি ক্লাব, দক্ষিণ আমেরিকা থেকে ছয়টি। তিনটি ক্লাব খেলবে আফ্রিকা, এশিয়া, উত্তর ও মধ্য আমেরিকা থেকে। ওশেনিয়া মহাদেশ থেকে খেলবে একটি ক্লাব। অংশ নিলেই প্রতিটি ক্লাব পাবে ৫০ মিলিয়ন পাউন্ড।

    ক্লাব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশিবার(১১) চ্যাম্পিয়ন হয়েছে ইউরোপিয়ান ক্লাবই। অন্যরা বাড়তি দলের টুর্নামেন্টে খুশি হলেও ইউরোপের ক্লাবগুলো এমন টুর্নামেন্ট চাইছে না। ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের প্রধান আন্দ্রেয়া আগ্নেলি (যিনি জুভেন্টাসেরও চেয়ারম্যান) ইনফানতিনো ও ইউয়েফাকে দেওয়া এক চিঠিতে জানিয়ে দিয়েছেন, তাঁরা ক্লাব বিশ্বকাপ বয়কট করতে পারেন, ‘ আমরা ক্লাব বিশ্বকাপে বাড়তি দল নেওয়ার পক্ষে নই। যদি এরকমটা করা হয়, তাহলে কোন ইউরোপিয়ান ক্লাব এতে অংশ নেবে না।’ এই চিঠিতে সাক্ষর করেছেন বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেডসহ আরও ১৫টি বড় ক্লাবের প্রধানরা।

    ইউরোপিয়ান ক্লাবগুলোর এমন বয়কটের হুমকির পর নিজেদের সিদ্ধান্ত নিয়ে আরেকবার ভাববে ফিফা, জানিয়েছেন সংস্থাটির এক কর্মকর্তা, ‘এখনো কিছু চূড়ান্ত হয়নি। মার্চের ২৬ তারিখে আরেকটি বৈঠক আছে। সবার দিকটা ভেবেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

     

     

    শেষ পর্যন্ত ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের দাবি মেনে নেবে কিনা ফিফা, সেটা জানা যাবে ২৬ মার্চের পরেই।