নেশনস লিগ জিতে বিশ্বকাপের হতাশা ভুলতে চান কেইন
২৮ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ইংল্যান্ড। রাশিয়া বিশ্বকাপের শেষটা অবশ্য খুব সুখের হয়নি হ্যারি কেইনদের। অতিরিক্ত সময়ে ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে হেরেই বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে যায় ইংলিশদের। বিশ্বকাপের পর ইউয়েফা নেশনস লিগের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। কেইন বলছেন, নেশনস লিগ জিতেই বিশ্বকাপ না জেতার কষ্টটা ভুলতে চান তাঁরা।
১৯৬৬ সালে একবারই বিশ্বকাপ ছুঁয়ে দেখতে পেরেছে ইংল্যান্ড। এটাই এখন পর্যন্ত তাদের একমাত্র বড় শিরোপা। নেশনস লিগের গ্রুপ পর্বে দুর্দান্ত খেলে সেমিতে উঠেছে ইংল্যান্ড। জুনে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
কেইনের আশা, বিশ্বকাপে হতাশ হলেও নেশনস লিগ জিতবে ইংল্যান্ড, ‘ইংল্যান্ডের হয়ে বড় টুর্নামেন্ট জেতার সুযোগ খুব বেশি আসে না। নেশনস লিগ যদি জিতে যাই, তাহলে ২০১৮ বিশ্বকাপের হতাশা ঘুচবে। এই বছরে নেশনস লিগটাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইউরো বাছাইপর্ব তো আছেই।’
রাশিয়া বিশ্বকাপে ছয় গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন কেইন। ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় অর্জনটাই এখন মুখ্য কেইনের কাছে, ‘আশা করি এই বছর আমরা শিরোপা জিতব। ২০১৮ সালটা আমার জন্য দারুণ কাটলেও ইংল্যান্ডের বিশ্বকাপের শেষটা ভালো হয়নি। বিশ্বকাপের আগে সত্যি বলতে আমাদের দিয়ে খুব একটা প্রত্যাশা ছিল না। তবে সেমিতে ওঠার পর থেকে সবাই আমাদের থেকে আরও অনেক বেশি আশা করে। আমরা সমর্থকদের হতাশ করতে চাই না। বিশ্বকাপের সেমিতে যারা খেলেছে, তাদের মাঝে আমরাই শুধু নেশনস লিগের সেমিতে উঠেছি, তাও খুব কঠিন একটা গ্রুপ থেকে। আমরা নিজেদের প্রমাণ করতে চাই, এজন্য ভালো কিছু করে দেখাতে হবে।’
ইংল্যান্ড কি পারবে ৫৩ বছরের শিরোপাখরা ঘোচাতে?