জিততে পারল না 'নতুন' জার্মানি
বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায়, ইউয়েফা নেশনস লিগেও অবনমনে পড়া। ২০১৮ সালটা একদমই ভালো যায়নি জার্মানির। বেশ কয়েকজন সিনিয়র ফুটবলারকে বাদ দিয়েই তাই ‘নতুন জার্মানি’ গড়ে তুলতে চেয়েছিলেন কোচ জোয়াকিম লো। জার্মানির নতুন যুগের শুরুটা অবশ্য ভালো হলো না। এই বছরে নিজেদের প্রথম প্রীতি ম্যাচে সার্বিয়ার সাথে ১-১ গোলে ড্র করেছে জার্মানরা।
ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে জার্মানি। মাত্র ১২ মিনিটের মাথায় সার্বিয়াকে এগিয়ে দেন লুকা জোভিচ। নেমাঞ্জা মাক্সিমোভিচের কর্নার থেকে দারুণ এক হেডে জালে বল জড়ান জোভিচ। ২২ মিনিটে সমতা আনতে পারত জার্মানি, টিমো ওয়ের্নারের শট ঠেকিয়ে দেন সার্বিয়া কিপার দিমিত্রভিচ। বিরতির ঠিক আগে মিলিনকোভিচ সাভিচের শট দারুণভাবে বাঁচিয়ে দেন ম্যানুয়েল নয়্যার।
দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য নয়্যারকে উঠিয়ে টার স্টেগানকে নামান লো। সার্বিয়ান ফরোয়ার্ডরা তার খুব বেশি পরীক্ষা নিতে পারেননি। ৫৯ মিনিটে জার্মানিকে ম্যাচে ফেরানোর ভালো একটি সুযোগ নষ্ট করেন মার্কো রয়েস। পাঁচ মিনিট পরেই লেরয় সানের হেড ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন দিমিত্রভিচ।
অবশেষে ৬৯ মিনিটে গোল পায় জার্মানরা। রয়েসের বাড়ানো বলে বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে দিমিত্রভিচকে পরাস্ত করেন লিও গোরতেজকা। ৭৩ ও ৭৭ মিনিটে দুইবার দিমিত্রভিচ হতাশ করেছেন সানেকে।
ম্যাচের যোগ করা সময়ে সানেকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন মিলান পাভকোভ। ৯৫ মিনিটে ওয়ের্নারের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় জার্মানিকে।