• প্রীতি ম্যাচ
  • " />

     

    আর্জেন্টিনার খেলা নামের 'হরর শো' দেখেন না ম্যারাডোনা

    আর্জেন্টিনার খেলা নামের 'হরর শো' দেখেন না ম্যারাডোনা    

    আর্জেন্টিনা জাতীয় দলের সমালোচনা করতে কখনোই পিছপা হন না তিনি। ভেনেজুয়েলার বিপক্ষে  লিওনেল মেসির ফেরার ম্যাচে ৩-১ গোলের হারটাও সহজভাবে নিতে পারেননি আর্জেন্টিনা কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। তবে ম্যারাডোনা বলছেন, আর্জেন্টিনার খেলা আজকাল তাঁর কাছে রীতিমত ‘হরর শো’ মনে হয়, এজন্য তিনি খেলাই দেখেন না!

    ১৯৮৬ সালে শেষবার বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা, সেই শিরোপা জয়ের নায়ক ছিলেন ম্যারাডোনা। এরপর পেরিয়ে গেছে তিন দশকেরও বেশি সময়, বিশ্বকাপের দেখা পায়নি আর্জেন্টিনা। কোচ হিসেবে ২০১০ সালে দলকে বিশ্বকাপে নিয়ে গিয়েও কিছু করে দেখাতে পারেননি ম্যারাডোনা।

    ম্যারাডোনা জানালেন, তিনি নাকি এখন আর্জেন্টিনার খেলাই দেখেন না, ‘আমি হরর মুভি দেখি না! যেভাবে আর্জেন্টিনা দল পরিচালিত হচ্ছে, সেটায় কি তাঁরা ভেবেছিল যে ভেনেজুয়েলাকে হারিয়ে দেবে? কোন বোকা এমনটা ভাবতে পারে? আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন মানুষকে একের পর এক মিথ্যা বলেই যাচ্ছে। এভাবে আর্জেন্টিনা কোন ম্যাচই জিততে পারবে না।’

    মেসির দলের বেশিরভাগ সদস্য জাতীয় দলের হয়ে খেলার যোগ্যতা রাখে না বলেই বিশ্বাস ম্যারাডোনার, ‘এই স্কোয়াডটা জাতীয় দলের হয়ে খেলার যোগ্যতা রাখে না। আর্জেন্টিনার জন্য আমার খুব কষ্ট হয়।’

     

     

    আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার ওপর ভীষণ চটেছেন ম্যারাডোনা, ‘তাঁর তো ফুটবলের ব্যাপারে কোন ধারণাই নেই! আর্জেন্টিনার সমর্থকদের জন্য আমার খারাপ লাগে, তাঁরা ভুল একটা আশা নিয়ে বসে আছে। ফুটবলারদের জন্যও কষ্ট হয়। তাদেরকেই বলির পাঠা হতে হয়।’