• কোপা আমেরিকা
  • " />

     

    সড়ক দুর্ঘটনায় আহত আর্জেন্টিনা কোচ

    সড়ক দুর্ঘটনায় আহত আর্জেন্টিনা কোচ    

     

    আজ (মঙ্গলবার) সকালে মায়োর্কাতে নিজের বাড়ির কাছেই সাইকেল চালাচ্ছিলেন। এমন সময় পেছন থেকে দ্রুতগতিতে গাড়ি এসে ধাক্কা দেয় আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন স্কালোনি। পরে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে, তিনি আশঙ্কামুক্ত আছেন। হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে তাঁকে। 

    মায়োর্কাতে খেলার সুবাদেই জায়গাটার প্রেমে পড়ে গিয়েছিলেন। সেজন্য নিজ দেশ আর্জেন্টিনার বাইরে সেখানেই দ্বিতীয় বসত গেড়েছেন। ইউরোপয়ান লিগে খেলা চলার সময় এখান থেকেই ম্যাচ-ট্যাচ দেখেন। সেই মায়োর্কাতেই হলো অঘটনটা। বালেরিক দ্বীপের পাশে রাস্তাতেই এই দুর্ঘটনা হয়েছে, এরপর তাঁকে রাজধানী পালমার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  হাত ও পায়ের বেশ কয়েক জায়গায় ভালোমতো ছড়ে ও কেটে গেছে। এএস জানিয়েছে, মাথায়ও বেশ আঘাত পেয়েছেন। তবে গুরুতর কিছু হয়নি, বাসায় ফিরে যেতে পারবেন তাই।

     

     

    বিশ্বকাপের আগে হোর্হ সাম্পাওলির সহকারী হিসেবে কাজ করছিলেন। সাম্পাওলি চলে যাওয়ার আপৎকালীন কোচ হিসেবে দায়িত্ব পান। পরে পূর্ণকালীন দায়িত্বই পেয়েছেন, জাতীয় দলের সঙ্গে তাঁর চুক্তিটা আপাতত কোপা আমেরিকা পর্যন্ত।