• প্রীতি ম্যাচ
  • " />

     

    রেফারি টয়লেটে যাওয়ায় ম্যাচ বন্ধ!

    রেফারি টয়লেটে যাওয়ায় ম্যাচ বন্ধ!    

    একবার পরিস্থিতিটা কল্পনা করুন। সহকারি রেফারি টয়লেটের দিকে ছুটছেন দায়িত্ব পালন না করেই। মাঠে ফুটবলার ও রেফারি দাড়িয়ে দাড়িয়ে তার দৌড়ানো দেখছেন খেলা বন্ধ করে! ঠিক এরকম অবস্থাই হয়েছিল পর্তুগিজ লিগে। চাভেস ও ন্যাসিওনালের ম্যাচের মাঝপথেই সহকারি রেফারির টয়লেটে যাওয়ার কারণে বন্ধ রাখা হয়েছিল খেলা।

    দ্বিতীয়ার্ধের খেলা কেবল শুরু হয়েছে। লাইন্সম্যান জর্জ ক্রুজের তখনই চাপল টয়লেট। খেলার মাঝে কীভাবে মাঠের বাইরে যাবেন তিনি? কিন্তু তখন আর এতকিছু ভাবার কি সময় আছে? রেফারির দিকে ইশারা করে হাতের পতাকা ফেলে দৌড়ে চলে গেলেন মাঠের বাইরে।

    মাঠের ভেতরে থাকা ফুটবলার, রেফারি ও দর্শক হতভম্ব হয়ে দেখল পুরো ব্যাপারটা। কেন ক্রুজ এভাবে দৌড় দিলেন ড্রেসিংরুমের দিকে? কিছুক্ষণ পরই মিলল উত্তর, তাঁরা জানতে পারলেন, ক্রুজ আসলে টয়লেটে গিয়েছিলেন!

    কাজ সেরে মাঠে ফিরলেন ক্রুজ। ভেবেছিলেন, ব্যাপারটা হয়ত ভুলেই যাবেন সবাই। কিন্তু সেটা কি আর হয়? রেফারি লুইস গোডিনহো পকেট থেকে লাল কার্ড বের করে দেখালেন তাকে! গ্যালারির দর্শকের চিৎকারে তখন কান পাতা দায়। ফুটবলার, কোচ, কোচিং স্টাফরাও হেসেই যাচ্ছিলেন।

     

     

    ক্রুজ নিশ্চয়ই প্রতিজ্ঞা করেছেন, এরপর থেকে বিরতির সময় প্রাকৃতিক কাজটা ভালোভাবে সেরেই মাঠে নামবেন!