• লা লিগা
  • " />

     

    আগামী মৌসুমেও বার্সার দায়িত্বে ভালভার্দে

    আগামী মৌসুমেও বার্সার দায়িত্বে ভালভার্দে    

    চ্যাম্পিয়নস লিগ থেকে বার্সেলোনার অবিশ্বাস্য বিদায়ের পর থেকেই উঠেছে তাঁর পদত্যাগের দাবি। এরনেস্তো ভালভার্দেকে বরখাস্তও করতে পারে কাতালান ক্লাবটির কর্তৃপক্ষ, গুঞ্জন উঠেছিল এমনটাও। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভালভার্দে নিজেই জানিয়েছেন, আগামী মৌসুমেও দলের দায়িত্বে থাকবেন তিনি, এতে সমর্থন আছে ক্লাব প্রেসিডেন্টেরও।

    ২০১৫ সালের পর চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি লিওনেল মেসিদের। এর পরের তিন মৌসুমে তাঁরা বাদ পড়েছিল কোয়ার্টার ফাইনালে। এবার সেমিতে উঠে প্রথম লেগে লিভারপুলকে হারিয়েছিল ৩-০ গোলে। ক্যাম্প ন্যুতে বার্সার সেই জয়ের পর ফাইনালে খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার। তবে অ্যানফিল্ডে লিভারপুলের কাছে ৪-০ গোলে হেরে আবার স্বপ্নভঙ্গ হয়েছে মেসিদের।

    টানা দুই মৌসুমে লা লিগা জিতিয়েও তাই সমর্থকদের মন জোগাতে পারছেন না ভালভার্দে। লিভারপুল কাছে বিশাল ব্যবধানে হেরে বিদায় নেওয়ার পর বার্সায় নতুন কোচ দেখতে চাইছেন অনেকেই। ভালভার্দে অবশ্য সাফ জানিয়ে দিলেন, অমন হারের পরেও দলের দায়িত্ব ছাড়ছেন না, ‘পরের মৌসুমে দায়িত্ব পালনের জন্য আমি প্রস্তুত। আমি লুকিয়ে থাকতে চাই না, সামনের দিকে এগোতে চাই। লিভারপুলের কাছে হার আমাদের সবাইকে খুব কষ্ট দিয়েছে, এটা অস্বীকার করছি না। ক্লাব ও সমর্থকদের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। লিভারপুলের মতো দলের কাছে হারলে সেটা সমস্যা না, সমস্যা হচ্ছে যেভাবে আমরা হেরেছি। এতো বড় লিড নিয়েও সেটাকে ধরে রাখতে পারেনি বার্সা।’

     

     

    ভালভার্দের পাশে আছেন বার্সা প্রেসিডেন্ট জোসেফ বার্তোমেউও, ‘আমি ক্লাব প্রেসিডেন্টের সাথে কথা বলেছি। তিনি আমার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এখানে সবসময়ই সবাই আমার পাশে থেকেছে। ওই ম্যাচের পর অনেক কিছুই শোনা গেছে আমার ভবিষ্যৎ নিয়ে। এরকম ম্যাচের পর অবশ্য এসব কথা হবেই। যত দ্রুত সম্ভব মাঠে নামা দরকার দলের। যদিও ওই হারের প্রভাবটা অনেকদিন থাকবে।’

    রাতে লা লিগার ম্যাচে গেটাফের বিপক্ষে মাঠে নামছে বার্সা।