• কোপা আমেরিকা
  • " />

     

    ভিনিসিয়াস, মার্সেলোদের বাদ দিয়েই কোপার জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

    ভিনিসিয়াস, মার্সেলোদের বাদ দিয়েই কোপার জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা    

    ২০১৯ কোপা আমেরিকার জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। 'সেলেসাও'দের স্কোয়াডে একাধিক চমক রেখেছেন তিনি। লিভারপুলের হয়ে দারুণ ফর্মে থাকা ফাবিনহোও নেই স্কোয়াডে, নেই রিয়াল মাদ্রিদ জুটি মার্সেলো এবং ভিনিসিয়াস জুনিয়র। দলে জায়গা হয়নি আয়াক্সের বিপক্ষে টটেনহাম হটস্পারের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের নায়ক লুকাস মউরার চেলসির উইলিয়ান এবং ডেভিড লুইজেরও জায়গা হয়নি তিতের স্কোয়াডে। দেশের হয়ে প্রথমবারের মত কোনও টুর্নামেন্টে ডাক পেয়েছেন আয়াক্সের হয়ে দারুণ মৌসুম কাটানো ডেভিড নেরেস এবং এসি মিলানের লুকাস পাকেতা।

     

     

    ১৪ জুন বলিভিয়ার বিপক্ষে কোপা মিশন শুরু করবেন নেইমাররা। ১৮ জুন ভেনিজুয়েলার এবং ২২ জুন পেরুর বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে ব্রাজিলের গ্রুপপর্ব। ২০১৬ সালে কোপার গ্রুপপর্ব থেকেই বাদ পড়েছিল ব্রাজিল, চাকরি হারিয়েছিলেন দুঙ্গা। স্বদেশে অনুষ্ঠিতব্য কোপায় এবার ফেভারিট ব্রাজিলই।

     

     

    ব্রাজিল স্কোয়াড

    গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), এডারসন মোরায়েস (ম্যানচেস্টার সিটি), কাসিও  

    ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস),  দানি আলভেজ, মার্কিনিয়োস, থিয়াগো সিলভা (পিএসজি), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ফাগনার (করিন্থিয়ান্স), মিরান্ডা (ইন্টার মিলান), ফিলিপে লুইস (অ্যাটলেটিকো মাদ্রিদ) 

    মিডফিল্ডার: অ্যালান (নাপোলি), ফিলিপ কুতিনিয়ো , আর্থার মেলো (বার্সেলোনা), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফার্নান্দিনহো (ম্যানচেস্টার সিটি), লুকাস পাকেতা (এসি মিলান)

    ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), রবার্তো ফিরমিনো (লিভারপুল), রিচার্লিসন (এভারটন), এভারটন (গ্রেমিও), গ্যাব্রিয়েল হেসুস (ম্যানচেস্টার সিটি), ডেভিড নেরেস (আয়াক্স)