• সিরি আ
  • " />

     

    ইন্টারের নতুন ম্যানেজার আন্তোনিও কন্তে

    ইন্টারের নতুন ম্যানেজার আন্তোনিও কন্তে    

    ইন্টার মিলান তাদের নতুন ম্যানেজার হিসেবে ঘোষণা করেছে আন্তোনিও কন্তের নাম। সাবেক চেলসি, জুভেন্টাস ও ইতালি কোচ বেশ কিছুদিন ধরেই ইন্টারে যোগ দেবেন এমনটা শোনা যাচ্ছিল। গতকাল ইন্টার লুসিয়ানো স্প্যালেত্তিকে বরখাস্ত করার পর কন্তেকে নিয়োগ দেওয়া দেওয়া প্রায় নিশ্চিত হয়ে ছিল। একদিন পরই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা এলো ইন্টারের পক্ষ থেকে।

    গত বছর চেলসি থেকে ছাঁটাই হওয়ার পর থেকেই ফুটবলের বাইরে ছিলেন কন্তে। চেলসিতে কাটানো প্রথম মৌসুমে জিতেছিলেন প্রিমিয়ার লিগ, পরেরবার এফএ কাপ। তবে বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে দুই বছরের বেশি স্ট্যামফোর্ড ব্রিজে কাটানো হয়নি কন্তের।

    সিরি আতে দারুণ সফল কন্তে। ২০১১-২০১৪ সাল পর্যন্ত ছিলেন জুভেন্টাসের ম্যানেজার। ওই তিন  মৌসুমই জুভেন্টাসকে সিরি আ শিরোপা এনে দিয়েছিলেন তিনি। নিজের ট্যাকটিক্যাল বুদ্ধিমত্তার জন্যও জনপ্রিয় ছিলেন ইতালিতে, জুভেন্টাসের পর ইংল্যান্ডেও তিন জনের ব্যাকলাইনে সফলতা পেয়েছিলেন কন্তে। জুভেন্টাস ও চেলসির মাঝের সময়টা ইতালির কোচের দায়িত্ব পালন করেছিলেন ৪৯ বয়সী ইতালিয়ান।

     

     

    নেরাজ্জুরিদের হয়ে কন্তে জুটি বাধছেন জুভেন্টাসের সাবেক চিফ এক্সিকিউটিভ বেপে মোরাত্তার সঙ্গে। জুভেন্টাসেও একসঙ্গে ছিলেন এই দুইজন। গত দুই মৌসুম প্রত্যাশামতো পারফর্ম করতে না পারা ইন্টার লিগের শেষ ম্যাচে জিতে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে। লিগে হয়েছে চতুর্থ। কন্তের জন্য নতুন চ্যালেঞ্জটা সহজ নয় মোটেও।