• লা লিগা
  • " />

     

    রোনালদো আমাকে ভালো ফুটবলার হতে সাহায্য করেছে: মেসি

    রোনালদো আমাকে ভালো ফুটবলার হতে সাহায্য করেছে: মেসি    

    কে সেরা, লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো? ফুটবল সমর্থকরা হয়ত কখনোই এই তর্কের কোন সমাপ্তি টানতে পারেন না। দীর্ঘ নয় বছর মেসি-রোনালদো খেলেছেন লা লিগায়। গত মৌসুমের শুরুতে রিয়াল ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমান রোনালদো। কোপা আমেরিকাকে সামনে রেখে ফক্স স্পোর্টস আর্জেন্টিনাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মেসি বলছেন, তাঁর ভালো ফুটবলার হওয়ার পেছনে অবদান আছে রোনালদোরও।

    লা লিগায় নয় বছরে রিয়ালের হয়ে রোনালদো করেছেন ৩১১ গোল। রোনালদোর এই অবিশ্বাস্য পারফরম্যান্সই মেসিকে ভালো খেলার ব্যাপারে অনুপ্রেরণা জুগিয়ে গেছে, ‘রোনালদোর বিপক্ষে খেলাটা সবসময়ই দারুণ ব্যাপার ছিল। সে মাদ্রিদকে অনেক শক্তিশালী করে তুলেছিল। রিয়াল তাঁকে মিস করবে এটা মৌসুমের শুরুতেই বলেছিলাম, যেকোনো দলই তাঁর মতো খেলোয়াড়কে মিস করবে। সে প্রতি মৌসুমেই ৫০টা গোল করে, তাঁর বিদায়ে এজন্যই হয়ত রিয়াল সমর্থকরা রেগে গিয়েছিল। লা লিগাও তাঁকে মিস করে, আমিও তাঁকে মিস করি। তিনি আমাদের দুইজনকেই আরও ভালো ফুটবলার হতে সাহায্য করেছেন। আমরা সবসময়ই একে অন্যকে টপকে যেতে চাইতাম। এটা লা লিগাকেও অন্য লিগের চেয়ে শক্তিশালী করেছে।’

    রোনালদোকে ব্যক্তিগতভাবে খুব বেশি চিনতেন না বলেই জানালেন মেসি, ‘রিয়াল-বার্সা ম্যাচ কিংবা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছাড়া তাঁর সাথে খুব বেশি দেখা হতো না। তবে যখনই দেখা হতো, ইতিবাচক কথাবার্তাই হতো। মাঠের বাইরে দুজনের তেমন কোন ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কারণ আমরা সেভাবে দুজনকে চিনি না। তবে যখনই তাঁর সাথে দেখা হয়েছে, দারুণ সময় কেটেছে।’

     

     

    বার্সেলোনার জার্সিটা একটা সময় তুলে রাখতে হবে। খেলা ছাড়ার পর কি কাতালানদের কোচ হতে চান মেসি? মেসি জানালেন, সিনিয়র দলের কোচিং নয়, তাঁকে দেখা যেতে পারে লা মাসিয়াতেই, ‘আমি নিজেকে কোচের জায়গায় দেখছি না। তবে আমি বাচ্চাদের কোচিং করাতে চাই, তরুণদের সাথে কাজ করতে চাই। তরুণ ফুটবলারদের খেলার মান বাড়াতে চাই। লা লিগা কিংবা সিনিয়র কোচ দলের কোচ হওয়ার ইচ্ছাটা একদমই নেই।’