• লা লিগা
  • " />

     

    লা লিগা পয়েন্ট তালিকা: কাদের অবস্থান কোথায়

    লা লিগা পয়েন্ট তালিকা: কাদের অবস্থান কোথায়    

    দোর্দণ্ড প্রতাপে লা লিগায় এবার ছুটছে বার্সেলোনা। হান্সি ফ্লিক যেন কোনো এক জাদুর কাঠি নিয়ে হাজির হয়েছেন। ধুঁকতে থাকা এক বার্সা হুট করেই হয়ে উঠেছে পুরো ইউরোপের সবচেয়ে ভয়ঙ্কর দল। একবার তাদের গোল ব্যবধানের দিকে তাকিয়ে দেখলেই বিষয়টা পরিস্কার হয়ে যায়। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে শুধু ৯ পয়েন্টে এগিয়ে আছে তাই নয়, ১৯ গোলের ব্যবধানে এগিয়ে তারা সেই সাথে!

    বার্সার সাথে টেক্কা দিতে তাই এবার বেশ হিমশিম খাচ্ছে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে তো এল ক্লাসিকোতে রীতিমত উড়ে গিয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সার ইয়ামাল-লেভানডফস্কি-রাফিনিয়া ত্রয়ী যে হারে ত্রাস সঞ্চার করে চলেছেন, তাতে লা লিগার সব রক্ষণভাগের চিন্তায় জেরবার হওয়ার দশা। রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদের মোট গোলের চেয়েও এক গোল বেশি দিয়েছে বার্সা নিজেরাই (৪০)! শুধু তাই নয়, লেভানডফস্কি একাই লা লিগার ১১টি ক্লাবের চেয়ে বেশি গোল (১৭) দিয়েছেন এখন পর্যন্ত!

    বার্সার এমন দাপটের সামনে রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়াতে পারবে কি না বা অ্যাটলেটিকো কোনো চমক দেখাতে পারবে কি না, সেটা অবশ্য মৌসুমের শেষ ভাগে বোঝা যাবে। তবে গত মৌসুমে চমকে দেওয়া জিরোনাকে এবার শীর্ষ দশে পাওয়া যাচ্ছে না বলে অন্য কোনো ক্লাবকে এবার শিরোপার দৌড়ে দেখা নাও যেতে পারে। মৌসুমের শুরুটা বলছে এবার দৌড়টা তাই লা লিগায় কিছুটা একপাক্ষিক হলেও হতে পারে।  

     

    অবস্থান ক্লাব ম্যাচ জয় পরাজয় ড্র গোল ব্যবধান পয়েন্ট
    বার্সেলোনা ১২ ১১ ২৯ ৩৩
    রিয়াল মাদ্রিদ ১১ ১০ ২৪
    অ্যাটলেটিকো মাদ্রিদ ১২ ১১ ২৩
    ভিয়ারিয়াল ১১ ২১
    ওসাসুনা ১২ ২১
    অ্যাথলেটিক বিলবাও ১২ ১৯
    রিয়াল বেটিস ১২ ১৯
    মায়োর্কা ১২ ১৮
    রায়ো ভায়েকানো ১১ ১৬
    ১০ সেল্টা ভিগো ১২ -২ ১৬