'ভ্যান ডাইক-ডি লিটই আটকাবে রোনালদোকে'
সেমিফাইনালে তাঁর হ্যাটট্রিকেই সুইজারল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল পর্তুগাল। ইউয়েফা নেশনস লিগের ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনালদোই যে নেদারল্যান্ডসের মাথাব্যথার প্রধান কারণ, সেটা বলাই বাহুল্য। নেশনস লিগের প্রথম মৌসুমের ফাইনালের আগে সংবাদ সম্মেলনে ডাচ কোচ রোল্যান্ড কোমান বলছেন, তাঁর দলের দুই ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক ও ম্যাথিস ডি লিটই আটকে দেবেন রোনালদোকে।
এবারের চ্যাম্পিয়নস লিগের বড় চমক ছিল আয়াক্সের কাছে জুভেন্টাসের বিদায়। সেই ম্যাচে রোনালদোকে বেশ ভালোভাবেই আটকে দিয়েছিলেন আয়াক্স অধিনায়ক ডি লিট, তাঁকে দারুণ সঙ্গ দিয়েছেন আরেক ডাচ ডিফেন্ডার ড্যালে ব্লিন্ড। যদিও দুই লেগেই একটি করে গোল করেছিলেন সিআর সেভেন। অন্যদিকে লিভারপুলের চ্যাম্পিয়নস লিগ জয়ের পেছনে বড় ভূমিকা ছিল ভ্যান ডাইকের। মৌসুমজুড়েই লিভারপুলের রক্ষণভাগকে আগলে রেখেছিলেন তিনি।
কোমানের বিশ্বাস, ফাইনালে রোনালদোকে বেশ ভালোই চাপে রাখবেন ডি লিট ও ডাইক, 'আয়াক্স-জুভেন্টাস ম্যাচের সময় রোনালদোকে ডি লিট আটকে দিয়েছে অনেকবারই। ভ্যান ডাইকও আছে আমাদের রক্ষণভাগ সামলানোর জন্য। মৌসুমজুড়েই তাঁরা সবাই দুর্দান্ত ডিফেন্ডিং করেছে। তবে রোনালদো নিজের জায়গা তৈরি করে নিতে পারে ডিফেন্ডারদের কাটিয়ে। এটাই ফুটবলের সৌন্দর্য।’
শুধু রক্ষণ নয়, আক্রমণ নিয়েও সমানভাবে ভাবছে ডাচরা, জানালেন কোমান, ‘রক্ষণে ভালো করতে হলে আক্রমণেও ভালো করতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে সেমির ম্যাচটার কথাই ধরুন। আমরা অতিরিক্ত সময়ে দুই গোল করেছিলাম। আক্রমণাত্মক ফুটবল খেলেছি বলেই জয়টা এসেছে।’
২০১৬ ইউরো ও ২০১৮ বিশ্বকাপের মূলপর্বে খেলতে পারেনি নেদারল্যান্ডস। গত ফেব্রুয়ারিতে কোমানের দায়িত্ব নেওয়ার পরেই বদলে গেছে ডাচরা। নেশনস লিগের ফাইনাল জিতেই তাই নিজেদের ঘুরে দাঁড়ানোর বার্তাটা দিতে চান কোমান, ‘হল্যান্ড সবসময়ই ভালো খেলার যোগ্যতা রাখে। তবে এখন আমরা আরও বেশি মনযোগী, আত্মবিশ্বাসী। এটাই আমাদের সাফল্যের চাবিকাঠি।’