• কোপা আমেরিকা
  • " />

     

    সুয়ারেজ-কাভানিতে জয়েই শুরু উরুগুয়ের

    সুয়ারেজ-কাভানিতে জয়েই শুরু উরুগুয়ের    

    কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল জয় পেলেও হেরে গেছে আর্জেন্টিনা। ব্রাজিলের মতো জয় দিয়েই কোপা মিশন শুরু করল টুর্নামেন্টের আরেক ফেভারিট উরুগুয়ে। লুইস সুয়ারেজ ও এডিসন কাভানির গোলে গ্রুপ সি এর ম্যাচে ইকুয়েডরকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে তাঁরা।

    মিনেইরাওতে শুরু থেকেই ইকুয়েডরকে চেপে ধরেছিল উরুগুয়ে। এগিয়ে যেতেও তাই খুব বেশি সময় লাগেনি তাদের। ৬ মিনিটের মাথায় উরুগুয়েকে এগিয়ে দেন নিকোলাস লোডেইরো। সুয়ারেজের পাসে বক্সের ভেতর বল পেয়ে বাঁ পায়ের শটে গোল করেন লোডেইরো। ২৪ মিনিটে লোডেইরোকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইকুয়েডরের হোসে কুইন্টেরো। তাঁকে লাল কার্ড দেখাতে অবশ্য ভিএআরের সাহায্য নিতে হয়েছে রেফারিকে।

    দশজনের দল নিয়ে উরুগুয়ের আক্রমণ সামলাতে হিমশিম খাচ্ছিল ইকুয়েডর। ২৭ মিনিটে ব্যবধান বাড়াতে পারতেন কাভানি, তাঁর শট ঠেকিয়ে দেন ইকুয়েডর কিপার। ৩৩ মিনিটে আর তাঁকে আটকাতে পারেননি ডমিনগুয়েজ। ডিয়েগো গোডিনের বাড়ান বলে ডান পায়ের শটে ডমিনগুয়েজকে পরাস্ত করেন কাভানি। বিরতির ঠিক আগে তৃতীয় গোল পায় উরুগুয়ে। বক্সের ভেতর বল পেয়ে অনায়াসেই ডমিনগুয়েজকে বোকা বানান সুয়ারেজ।

    প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি উরুগুয়ে। ৭৭ মিনিটে পেদ্রো ভেলাস্কোর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটে আর্তুরো মিনার আত্মঘাতী গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় উরুগুয়ে। সুয়ারেজ নিজের দ্বিতীয় গোল পেতে পারতেন ৮৫ মিনিটে, তাঁর শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন ডমিনগুয়েজ। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে উরুগুয়ে।

    রাতের অন্য ম্যাচে কাতারের বিপক্ষে দুই গোলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত তাদের সাথে ২-২ গোলে ড্র করেছে প্যারাগুয়ে। ৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে প্যারাগুয়েকে এগিয়ে দেন অস্কার কারদোজো। ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডেরলিস গঞ্জালেজ। ৬৮ মিনিটে ব্যবধান কমান কাতারের আলমোয়েজ আলি। ৭৭ মিনিটে প্যারাগুয়ের হুয়ান রদ্রিগো রোজাসের আত্মঘাতী গোলে সমতা ফেরায় কাতার। শেষ পর্যন্ত বি গ্রুপের এই ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।