• কোপা আমেরিকা
  • " />

     

    'ব্রাজিলকে কঠিন পরীক্ষায় ফেলবে আর্জেন্টিনা'

    'ব্রাজিলকে কঠিন পরীক্ষায় ফেলবে আর্জেন্টিনা'    

    গ্রুপ পর্বে খোঁড়াতে খোঁড়াতে কোয়ার্টার ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। কোয়ার্টারে ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিতে পৌঁছে গেছেন লিওনেল মেসিরা, সেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ব্রাজিল। সুপার ক্লাসিকোর আগে সাংবাদিকদের আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেছেন, ব্রাজিলকে কঠিন পরীক্ষায় ফেলবে তার দল। 

    এবারের কোপায় প্রথম তিন ম্যাচের ফল মন ভরাতে পারেনি আর্জেন্টিনা সমর্থকদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাতারকে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করে আর্জেন্টিনা। কোয়ার্টারে গ্রুপ পর্বের চেয়ে আর্জেন্টিনার পারফরম্যান্সের উন্নতি হয়েছে অনেকটাই। মেসি নিষ্প্রভ থাকলেও সার্জিও আগুয়েরোরা দলকে জয়ের বন্দরে ভিড়িয়ে দিয়েছেন। অন্যদিকে গ্রুপ পর্বে দুটি জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টারে উঠেছিল ব্রাজিল। কোয়ার্টারে প্যারাগুয়েকে পেনাল্টিতে হারিয়েছে তিতের দল।

    ব্রাজিলের বিপক্ষে আরও ভালো খেলে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে আর্জেন্টিনা, বিশ্বাস স্কালোনির, ‘আমাদের প্রতিপক্ষ খুবই শক্তিশালী এটা আমরা জানি। তবে নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। নিজেদের প্রতিকল্পনায় অটল থাকতে হবে। তাহলেই আমরা ব্রাজিলকে বিপদে ফেলতে পারবো। দারুণ একটা ম্যাচ অপেক্ষা করছে সবার জন্য। আশা করি আমরা ম্যাচটা জিতেই ফাইনালে যাবো।’ 

    চার ম্যাচে ব্রাজিলের ফরোয়ার্ড এভারটন করেছেন দুই গোল। একাদশে নিয়মিত হয়েই এই কোপায় দারুণ ফর্মে আছেন তিনি। ব্রাজিলকে হারাতে হলে এভারটনকে আটকাতে হবে আর্জেন্টাইন ডিফেন্ডারদের, মানছেন স্কালোনি, ‘ প্রথম ম্যাচ থেকেই এভারটন দারুণ খেলছে। আমাদের পরিকল্পনায় সে বিশেষ জায়গা পাবে। ম্যাচ জিততে হলে তাকে আটকাতেই হবে।’