• সিরি আ
  • " />

     

    রাবিওকে দলে নিল জুভেন্টাস

    রাবিওকে দলে নিল জুভেন্টাস    

    গত মৌসুমে প্যারিস সেইন্ট জার্মেইয়ের হয়ে মাঠে দেখাই যায়নি তাকে। ক্লাবের হর্তাকর্তাদের সাথে দ্বন্দ্বের কারণে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের হয়ে না খেলার ঘোষণা দিয়েছিলেন আদ্রিয়ান রাবিও। চুক্তিও নবায়ন করেননি পিএসজির সাথে, ২০১৮-১৯ মৌসুম শেষে বনে গিয়েছিলেন 'ফ্রি এজেন্ট'। রাবিও-র 'ফ্রি এজেন্ট' হওয়ার সুযোগটা কাজে লাগাল জুভেন্টাস। ফ্রেঞ্চ মিডফিল্ডারকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে তারা।

     

     

    টুট্টোস্পোর্ট জানিয়েছে, ক্রিশ্চিয়ানো রোনালদোর পর জুভেন্টাসের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ বেতন পাবেন রাবিও। বার্ষিক ৯ মিলিয়ন ইউরো পাবেন তিনি। মাঝমাঠের সমস্যাটা গত কয়েক মৌসুমেই বেশ ভুগিয়েছে জুভেন্টাসকে। অ্যারন রামসির পর রাবিওকে এনে মাঝমাঠের শক্তি বাড়ানোরই ইঙ্গিত দিচ্ছে তুরিনের বুড়িরা। আন্দ্রেয়া পিরলো, পল পগবা, লুকা টনি, স্যামি খেদিরা, ফার্নান্দো ইয়োরেন্তের মত ফুটবলারদের ফ্রিতে দলে নিয়েছিল জুভেন্টাস। সে তালিকায় এবার যুক্ত হল রাবিওর নাম।