• কোপা আমেরিকা
  • " />

     

    ব্রাজিলের বিপক্ষে রেফারির সিদ্ধান্তকে দুষলেন মেসি-আগুয়েরো

    ব্রাজিলের বিপক্ষে রেফারির সিদ্ধান্তকে দুষলেন মেসি-আগুয়েরো    

    টুর্নামেন্টজুড়েই খুব বেশিকিছু করতে পারেননি তিনি। ব্রাজিলের বিপক্ষে কোপার সেমিতেও লিওনেল মেসি গোলের দেখা পাননি, সাথে যোগ হয়েছিল সতীর্থদের পেনাল্টি না পাওয়ার হতাশাও। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে রেফারির সাথে বেশ কয়েকবার কথা-তর্ক সবই হয়েছে মেসির। শেষ পর্যন্ত সেলেসাওদের কাছে ২-০ গোলে হেরে আবার মাথা নিচু করেই মাঠ ছাড়তে হলো তাকে। ব্রাজিলের কাছে হারের পর মেসি বলছেন, রেফারির উচিত ছিল পেনাল্টির আবেদনের সময় ভিএআরের সাহায্য নেওয়া। 

    ব্রাজিলের বিপক্ষে দুটি পেনাল্টির সুযোগ এসেছিল আর্জেন্টিনার সামনে। ৭০ মিনিটে বক্সের ভেতর দানি আলভেজের পায়ে বাধা পেয়ে পড়ে গিয়েছিলেন সার্জিও আগুয়েরো। ৮৩ মিনিটে কর্নারের সময় নিকোলাস অটামেন্ডিকে ধাক্কা মেরেছিলেন আর্থার। দুই ঘটনাতেই পেনাল্টির দাবিতে সোচ্চার ছিলেন মেসিরা। তবে ইকুয়েডর রেফারি রডি জামরানো তাদের দাবি কানে তোলেননি, নেননি ভিএআরের সাহায্যও। এ নিয়ে বেশ কয়েকবার তাঁর সাথে বাকবিতন্ডাও হয়েছে মেসিদের। 

    এই ম্যাচের রেফারিং নিয়ে ক্ষুব্ধ মেসি বলছেন, সবকিছুই তাদের প্রতিকূলে কাজ করেছে, ‘আজকের ম্যাচে ভিএআর ব্যবহার করা হয়নি, এটা জঘন্য একটা ব্যাপার। আশা করি কনমেবল এই ব্যাপারে কিছু একটা করবে। তবে ব্রাজিল যেভাবে তাদের ওপরে প্রভাব বিস্তার করেছে, এটা কতটুক হবে কে জানে। এই টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই বাজে ছিল। মাঠ বাজে ছিল, সবকিছুই আমাদের প্রতিকূলে কাজ করেছে। এই ব্যাপারে কেউ কিছুই করবে না।’ 

    আরও একবার বড় টুর্নামেন্টের শিরোপা না জিততে পারায় যারপরনাই হতাশ মেসি, ‘এমন হার মেনে নেওয়া কষ্টকর। আমি অজুহাত দিতে চাই না, অজুহাতের সুযোগ নেই কারণ আমরা ভালো খেলেছি। তবে এটা বলতে হচ্ছে এই কারণেই যে, আমরা নিজেদের শ্রমের প্রাপ্য সম্মানটা পাইনি।’ 

    ভিএআর নিয়ে হতাশ আগুয়েরোও, ‘আলভেজ আমাকে পেছন থেকে ধাক্কা দিয়েছিল, তাও পেনাল্টি দেওয়া হয়নি। এটা খুবই স্পষ্ট ছিল। আমি দ্রুত মুভ করছিলাম। অবশ্যই আমাকে ফাউল করা হয়েছিল। এখনও ওই ট্যাকেলের ব্যাথা আছে আমার। আমি জানিনা কেন এটা ভিএআরে দেখা হয়নি। খুবই অদ্ভুত ব্যাপার। এমনিতে সব ম্যাচে সবকিছুই দেখা হয়, অথচ আজকে এড়িয়ে যাওয়া হলো। আমি জানিনা, আমাদের সাথে ডাকাতি হয়েছে কী না। তবে টুর্নামেন্টের আগে আমাদের বলা হয়েছিল ফিফথ রেফারি থাকবে যারা সব দেখবে। আজকে তেমন কিছু করা হয়নি,  আমাদের সবটুকু দিয়েই চেষ্টা করেছি, তাও হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হচ্ছে।'