• কোপা আমেরিকা
  • " />

     

    'এটাই আসল ব্রাজিল'

    'এটাই আসল ব্রাজিল'    

    কোপার প্রথম চার ম্যাচে গোলের দেখা পাননি তিনি। ব্রাজিল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল হেসুসের গোলখরা কাটল সেমিতে এসেই। বেলো হরিজন্তেতে আর্জেন্টিনার বিপক্ষে হেসুস আজ গোল করলেন, গোল করালেন রবার্তো ফিরমিনোকে দিয়েও। হেসুসে ভর করেই এক যুগ পর কোপার ফাইনালে উঠেছে ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয়ের পর হেসুস বলছেন, এটাই ব্রাজিলের আসল রূপ। 

    ১৯ মিনিটে ফিরমিনোর পাসে বল জালে জড়িয়ে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন হেসুস। ৭১ মিনিটে হেসুসের বাড়ানো বলে গোল করেই ব্রাজিলের ফাইনালে ওঠা নিশ্চিত করেন ফিরমিনো। দলের জয়ে বড় ভূমিকা রাখতে পেরে দারুণ খুশি ফিরমিনো, ‘আমি বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। প্রতিটা ম্যাচই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। যে ম্যাচে আমি ভালো খেলতে পারিনি সেখান থেকে শিক্ষা নিয়েছি। আর্জেন্টিনার বিপক্ষে কিক-অফের সময় থেকেই আমি গোল পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। প্রথমে একটি সুযোগ নষ্ট করলেও পড়ে ঠিকই গোল করেছি। এটা আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।’

    আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে হেসুস বলেছিলেন, তাদের রক্ষণভাগ ভেদ করতে ঘাম ছুটে যাবে মেসিদের। শেষ পর্যন্ত হয়েছে সেটাই, গোল পাননি মেসি-আগুয়েরোর কেউই। দলের রক্ষণভাগের এমন দৃঢ়তায় গর্বিত হেসুস, ‘শুধু গোল না, দলের অন্যদের পারফরম্যান্সেও আমি খুব খুশি। গত সপ্তাহেই বলেছিলাম আমাদের রক্ষণ ভাঙা কঠিন হবে। প্যারাগুয়ের বিপক্ষে রক্ষণ ভালো করলেও আমরা গোল পাইনি, এই ম্যাচে সেই হতাশাও দূর হয়েছে।’ 

    ব্রাজিল নিজেদের সেরা খেলাটাই আজ খেলেছে, দাবি হেসুসের, ‘ম্যাচের ফলাফল নিয়ে আমরা সবাই সন্তুষ্ট। এটাই আসল ব্রাজিল। সামনের ম্যাচেও একইভাবে খেলতে চাই। তাহলেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব।’