এ দলে সুযোগ পেলেন ইমরুল-বিজয়-রকিবুল
গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে তিন ম্যাচের সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছিলেন। কিন্তু এরপর নিউজিল্যান্ড সিরিজে জায়গা পাননি, উপেক্ষিত থেকে গেছেন বিশ্বকাপেও। এ দলে এবার জায়গা পেলেন ইমরুল কায়েস, আফগানিস্তান এ দলের বিপক্ষে দুইটি চার দিনের ম্যাচ ওপাঁচটি ওয়ানডে খেলবে বাংলাদেশ এ। এনামুল হক বিজয়, জাকির হাসান, আফিফ হোসেনসহ জাতীয় দলে বেশ কয়েকজন ক্রিকেটারও আছেন এই দলে।
এ দলে এবার অভিজ্ঞদের পাশাপাশি সুযোগ হয়েছে বেশ কয়েকজন তরুণেরও। প্রিমিয়ার লিগে আলো ছড়ানো তরুণ ব্যাটসম্যান নাঈম শেখ আছেন। রকিবুল হাসানের মতো অনেক দিন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারও আছেন। আবার তানভীর হায়দার, কামরুল রাব্বির মতো বছর দুয়েকের মধ্যে জাতীয় দলে খেলা ক্রিকেটাররাও জায়গা পেয়েছেন। তবে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের দলে থাকা ইয়াসির আলী, তাসকিন আহমেদ, তাসকিন আহমেদদের জায়গা হয়নি।
আগামীকাল শুক্রবার খুলনায় শুরু হবে চার দিনের ম্যাচের প্রথমটি। ১২ জুলাই দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেখানেই আরও তিনটি ওয়ানডে খেলবে দুই দল, এরপর শেষ দুইটি ওয়ানডে খেলবে বিকেএসপিতে।
১৬ জনের দল: ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, নাঈম শেখ, জাকির হাসান, আফিফ হোসেন, রকিবুল হাসান, তানভীর হায়দার চৌধুরী, জাকীর আলী অনীক, সালাউদ্দিন শাকিল, কামরুল ইসলাম রাব্বি, ইরফান হোসেন, সানজামুল ইসলাম, সুমন খান, তানভীর ইসলাম।