• কোপা আমেরিকা
  • " />

     

    আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ, কবে, কখন?

    আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ, কবে, কখন?    

    কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে বাদ পড়লেও টুর্নামেন্ট এখনও শেষ হয়ে যায়নি আর্জেন্টিনার। সান্ত্বনার একটা ম্যাচ বাকি আছে এখনও। তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে আগের দুই ফাইনালের পুনমঞ্চায়ন হতে যাচ্ছে। চিলির বিপক্ষে আরও একবার খেলবে আর্জেন্টিনা। রবিবার রাত ১টায় সাও পাওলোতে হতৃতিয় স্থান নির্ধারনী ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। আগের দুইবার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল আর্জেন্টিনা। 


     

    আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি গত বিশ্বকাপের পর দায়িত্ব নিয়েছিলেন। প্রথমে নভেম্বর পর্যন্ত মেয়াদ থাকলেও পরে সেটা কোপা আমেরিকা পর্যন্ত বাড়ানো হয় তার মেয়াদ। এখন শোনা যাচ্ছে অন্তবর্তীকালীন কোচ হিসেবে এ বছরের শেষ পর্যন্তও থাকবেন তিনি। সেটা হলে স্কালোনি এতক্ষণে জেনে গেছেন বাকি প্রীতি ম্যাচগুলোই তার চাকরি পাকা করার শেষ সুযোগ। আগামী বছর মার্চ থেকে শুরু হবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব। তার আগেই পাকাপাকিভাবে কোচ আনার কথা আর্জেন্টিনার। 

    চলতি বছর আরও তিনটি প্রীতি ম্যাচের স্লট খালি রয়েছে। সে সপ্তাহগুলোতে দুইটি করে মোট ৬ টি ম্যাচ খেলার কথা আর্জেন্টিনার। নভেম্বরের দুই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ এখনও নির্ধারণ হয়নি। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে দুই ম্যাচ খেলবে আর্জেন্টনা। ৫ তারিখ,লস অ্যাঞ্জেলেসে তাদের প্রতিপক্ষ চিলি। এরপর টেক্সাসে সাবেক আর্জেন্টিনা কোচ জেরার্ডো টাটা মার্টিনোর মেক্সিকোর বিপক্ষে লা আলবিসেলেস্তেদের ম্যাচ ১০ তারিখ। পরের মাসের ৯ তারিখ জার্মানির বিপক্ষে ডর্টমুন্ডে খেলবে আর্জেন্টিনা। ২০১৪ বিশ্বকাপের পর আর একবার জার্মানির মুখোমুখি হয়েছিল তারা, এই দুই দলের ম্যাচ হতে যাচ্ছে তাই ৫ বছর পর। অক্টোবরের আরেকটি ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা সেটাও এখনও ঠিক হয়নি। তবে শোনা যাচ্ছে, ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে ম্যাচ হতে পারে মেসিদের।