• কোপা আমেরিকা
  • " />

     

    'ফাইনালে পেরুকে হারানো সহজ হবে না'

    'ফাইনালে পেরুকে হারানো সহজ হবে না'    

    গ্রুপ পর্বে পেরুকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। ঘরের মাঠে কোপা আমেরিকার ফাইনালে এই পেরুকেই পেয়েছে সেলেসাওরা। গ্রুপ পর্বের মতো কি তাহলে ফাইনালেও বড় জয়ে শিরোপা জিতবে তিতের দল? মিডফিল্ডার কাসেমিরো অবশ্য ফাইনালের আগে সংবাদ সম্মেলনে বলছেন, ফাইনালে ব্রাজিলকে কঠিন লড়াইয়ের সম্মুখীনই হতে হবে।

    প্রথমার্ধে তিনটি, দ্বিতীয়ার্ধে দুটি; গ্রুপ পর্বে ব্রাজিলের কাছে পাঁচ গোল হজম করেছিল পেরু। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে তাঁরা। কোয়ার্টারে উরুগুয়েকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে ওঠে পাউলো গুরেরোর দল। সেমিতে গত দুইবারের চ্যাম্পিয়ন চিলিকে ৩-০ গোলে বিধ্বস্ত করে ৪৪ বছর পর কোপার ফাইনাল নিশ্চিত করে পেরু।

    গ্রুপ পর্বের মতো কোপার ফাইনালে পেরুকে এত সহজে হারানোর আশা করছেন না কাসেমিরো, ‘এটা কোপার ফাইনাল। আমরা 'গোলউৎসব' আশা করতে পারি না! বেশি গোল হবে এমনটা সবাই চায়। কিন্তু এটা কঠিন ম্যাচ হবে। আমরা যেমন শিরোপা জিততে চাই, পেরুও চায়। অতিরিক্ত সময়, টাইব্রেকার যেভাবেই হোক তাঁরা জিততে চাইবে। আমরাও ভালো খেলে, গোল করে জিততে চাইবো।’ 

    পেরুর বিপক্ষে ম্যাচে ১২ মিনিটের মাথায় ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন কাসেমিরোই। ফাইনালে আক্রমণ ও রক্ষণভাগের সমন্বয়ের দিকে মনোযোগ দিতে বলছেন তিনি, ‘কখন আক্রমণে যেতে হবে আর কখন রক্ষণ সামলাতে হবে, এটা জানা খুব জরুরি। আমাদের রক্ষণ খুবই শক্তিশালী। শুধু ডিফেন্ডাররা না, দলের সবাই রক্ষণে এগিয়ে আসে। আমরা এখন যেমন খেলছি সেটা ধরে রাখলেই হবে। শুধু সামনের ম্যাচের জন্য না, আগামী দুই-তিন বছরের জন্যও এটা প্রযোজ্য।’

    কাসেমিরোর সাথে একমত ডিফেন্ডার মার্কুইনহোসও, ‘গ্রুপ পর্বের ম্যাচটা একরকম ছিল। ফাইনালটা পুরোপুরি ভিন্ন পরিস্থিতিতে হবে। আমাদের জিততে হলে অনেক ভালো খেলতে হবে। আর ম্যাচটা ফাইনাল বলে কাজটা আরও কঠিন।’