• আফ্রিকান নেশন্স কাপ
  • " />

     

    তিন ঘণ্টায় বিদায় নিলেন মিশরের কোচ, প্রেসিডেন্ট

    তিন ঘণ্টায় বিদায় নিলেন মিশরের কোচ, প্রেসিডেন্ট    

    নিজেদের মাটিতে আফ্রিকান কাপ অফ নেশনসে ফেভারিট ছিল তারাই, নকআউট পর্বে এসেছিল অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই। কিন্তু শেষ ষোলতে মিশরকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা, জন্ম দিল টুর্নামেন্টের অন্যতম বড় অঘটন। অপ্রত্যাশিত বিদায়ের পরই চাকরি হারিয়েছেন কোচ হাভিয়ের আগিরে, ঘণ্টা তিনেকের মাঝে পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট হানি আবু রিদাও। ফেডারেশনকে খোলনলচে বদলে দেওয়ার ইঙ্গিতই যেন দিচ্ছে মিশর।

     

     

    আগিরেকে বিদায় করে বা নিজে পদত্যাগ করেও ক্ষান্ত দেননি রিদা, বোর্ডের অন্য সবাইকে পদত্যাগের আহবান জানিয়েছেন তিনি। মিশরের এই ব্যর্থতা শুধু ফুটবলারদের নয়, পুরো ফেডারেশনের বলেই মনে করেন রিদা। শেষ ষোল থেকে মিশরের বিদায়ের পর নিজের পদত্যাগকে 'নৈতিক দায়িত্ব' হিসেবেই দেখছেন তিনি। ব্যর্থতার দায়ভার সবার, তাই পুরো বোর্ডকে নতুন করে সাজানোর আহবান জানিয়েছেন রিদা।

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুরো ম্যাচই বিবর্ণ ছিল মিশর, গোলের তেমন সুযোগই তৈরি করতে পারেনি তারা। ম্যাচের মিনিট পাঁচেক বাকি থাকতে থেম্বিঙ্কুসি লর্চের গোলে বিদায়ঘণ্টা বেজে উঠে মিশরের। 'ফারাও'দের মূল ভরসা মোহামেদ সালাহও নিজেকে মেলে ধরতে পারেননি একেবারেই। প্রেসিডেন্ট রিদা ব্যর্থতার দায়ভার সবার বললেও মিশরের ভরাডুবির সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন আগিরে। মিশরের হটসিটে বছরখানেক পার হওয়ার আগেই বিদায় নিতে হল আগিরেকে। মেক্সিকোর সাবেক কোচ হিসেবেই পরিচিতি পেয়েছিলেন তিনি। ফুটবল ইতিহাসে একমাত্র কোচ হিসেবে চারটি ভিন্ন মহাদেশে কোচিং করানোর রেকর্ড একমাত্র আগিরের। ২০০৯ সালে মেক্সিকোর হয়ে জিতেছিলেন কনকাকাফ গোল্ড কাপ, 'এল ত্রি'দের নিয়ে গিয়েছিলেন কোপা আমেরিকা ফাইনালেও। ২০১৪ এশিয়া কাপে জাপানেরও কোচ ছিলেন তিনি।