• সিরি আ
  • " />

     

    জুভেন্টাসে যোগ দিলেন ডি লিট

    জুভেন্টাসে যোগ দিলেন ডি লিট    

    আয়াক্স থেকে ডিফেন্ডার মাথিয়াস ডি লিটকে দলে ভিড়িয়েছে ইতালির চ্যাম্পিয়ন জুভেন্টাস। তুরিনে পৌঁছে এক ভিডিওবার্তায় ডি লিট বলেছেন, জুভেন্টাসে আসতে পেরে দারুণ খুশি তিনি। ১৯ বছর বয়সী ডি লিটকে কিনতে জুভেন্টাসের খরচ হবে ৭৪.৪ মিলিয়ন ইউরো। অর্থাৎ ডি লিট এখন বিশ্বের তৃতীয় সর্বোচ্চ দামী ডিফেন্ডার। 

    ডি লিটের ব্যাপারে অবশ্য শুরুতে বার্সেলোনা ও পিএসজি- এই দুই ক্লাবের নাম আগ্রহের কথা শোনা যাচ্ছিল বেশি। নেশনস লিগের ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ফাইনাল ম্যাচ ছিল পর্তুগালের। সেখানেই ম্যাচ শেষে পর্তুগাল অধিনায়ক ডি লিটকে আমন্ত্রণ জানিয়ে রেখেছিলেন জুভেন্টাসে যোগ দেওয়ার। এরপর থেকেই গুঞ্জন শুরু। সেটাই এখন সত্যি হওয়ার পথে। 

    আয়াক্সের হয়ে ৭৭ ম্যাচে ডি লিটের গোল আছে ৮টি। গতবার তুরিনে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ডি লিটের গোলেই বাদ পড়েছিল জুভেন্টাস। আয়াক্সের ইতিহাসের তরুণতম অধিনায়কও হয়েছিলেন তিনি।

    অল্প বয়সেই নেতৃত্বগুণের জন্য বিখ্যাত হয়ে গেছেন ডি লিট। আর বিশ্বমানের সেন্টারব্যাক হওয়ার সবধরনের উপাদানও আছে তার ভেতর। শারীরিক দিক থেকেও বাকিদের চেয়ে বেশ খানিকটা এগিয়ে এই ডাচ ফুটবলার।