বিসিসিআইয়ের প্রস্তাবে ফিরছে নো বল প্রযুক্তি
দুই বছর আগে ইংল্যান্ড-পাকিস্তান সিরিজের পর অতিরিক্ত খরচের কারণে বাতিল করা হয়েছিল নো-বল প্রযুক্তির ব্যবহার। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের দাবিতে এই প্রযুক্তি আবার ফিরিয়ে আনছে আইসিসি। পরীক্ষামূলকভাবে ভারতের ঘরোয়া লিগে সামনের মৌসুম থেকে ব্যবহার করা হবে এই প্রযুক্তি।
নো বল প্রযুক্তিতে বিশেষ এক ক্যামেরার সাহায্যে প্রতিটি বলেই বোলারের পায়ের দিকে নজর রাখেন তৃতীয় আম্পায়ার। নো বল হলে সাথে সাথেই সেটা মাঠের আম্পায়ারকে জানিয়ে দেন তিনি। এই পদ্ধতি কার্যকরী হলেও সেটা বাতিল হয়েছিল অতিরিক্ত খরচের কারণে। প্রতি ম্যাচে এই প্রযুক্তি ব্যবহারে কয়েক হাজার ডলারের বেশি খরচ হয়ে যেতো। এছাড়া তৃতীয় আম্পায়ারকে পুরো ম্যাচজুড়েই নো বল নিয়ে ব্যস্ত থাকতে হতো।
গত আইপিএলের বেশ কয়েকটি ঘটনা নতুন করে নো বল নিয়ে বিতর্ক জন্ম দিয়েছে। রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচে লাসিথ মালিঙ্গার বিশাল নো বল ধরতে পারেননি আম্পায়ার। শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল সেই বলটাই। বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি ম্যাচের সময় এ নিয়ে বেশ কয়েকবার তর্ক করেছেন আম্পায়ারদের সাথে। ম্যাচের পরে তিনি জানান, আইপিএলের মতো টুর্নামেন্টে এরকম ভুল মানা যায় না। এবারের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের সেই বিশাল নো বলটি ধরতে না পারা নিয়েও সমালোচনা শুনেছেন আম্পায়াররা।
আইপিএলের সেই ঘটনায় নতুন করে নো-বল প্রযুক্তি আনার ব্যাপারে ভাবাচ্ছিল বিসিসিআইকে। আইসিসির সর্বশেষ বৈঠকে তারা এই প্রযুক্তি ফেরানোর প্রস্তাব তোলে। আইসিসি সিদ্ধান্ত নিয়েছে, ভারতের আগামী ঘরোয়া লিগের মৌসুমে ব্যবহার করা যাবে নো বল প্রযুক্তি। পরীক্ষামূলক ব্যবহার সফল হলে সেটা ফেরানো হতে পারে আন্তর্জাতিক ম্যাচেও।