• প্রীতি ম্যাচ
  • " />

     

    রিয়ালের জয়ের ম্যাচে গোল পেলেন বেল

    রিয়ালের জয়ের ম্যাচে গোল পেলেন বেল    

    গ্যারেথ বেলের রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন এখন তুঙ্গে। খোদ রিয়াল কোচ জিনেদিন জিদানই বলেছিলেন, বেল যত দ্রুত ক্লাব ছাড়বেন সবার জন্য ততোই ভালো। এমন একটা অবস্থাতেই আর্সেনালের বিপক্ষে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের ম্যাচে মাঠে নামলেন বেল। বদলি হিসেবে মাঠে নামার দশ মিনিটের মাঝেই গোল পান বেল। নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে আর্সেনালকে ৩-২ গোলে হারিয়েছে জিদানের দল। 

    ম্যাচের নয় মিনিটেই দশজনের দলে পরিণত হয় রিয়াল। আলেকজান্ডার লাকাজেতের শট গোললাইনে হাত দিয়ে ঠেকিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নাচো। পেনাল্টি থেকে আর্সেনালকে এগিয়ে দেন লাকাজেত। ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিয়েরে অবামেয়াং। ৪০ মিনিটে লাল কার্ড দেখেন আর্সেনালের সক্রেটিস পাপাস্তাথপুলাস। 

    ৫০ নম্বর জার্সি পরে রিয়ালের হয়ে প্রথমবার মাঠে নেমেছিলেন এডেন হ্যাজার্ড। প্রথমার্ধে তেমন কিছু করতে পারেননি। দ্বিতীয়ার্ধের শুরুতেই হ্যাজার্ডের বদলি হিসেবে বেলকে নামান জিদান। মাঠে নামার দশ মিনিটের মাঝেই গোল করেন বেল। এর তিন মিনিটের মাঝে মার্কো আসেনসিওর গোলে সমতায় ফেরে রিয়াল। ৬৫ মিনিটে হাঁটুর ইনজুরির কারণে মাঠ ছাড়েন আসেনসিও, তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে। মৌসুম শুরুর আগে তাঁর এমন ইনজুরি বেশ দুশ্চিন্তাতেই ফেলবে জিদানকে। 

    নির্ধারিত সময়ে আর গোল না হলে খেলা গড়ায় টাইব্রেকারে। বেল প্রথম পেনাল্টি মিস করেন। ইস্কো, রাফায়েল ভারান ও ভিনিসিয়াস জুনিয়র পরের তিন শটেই গোল করেছেন। অন্যদিকে আর্সেনালের পাঁচ শটে গোল পেয়েছেন রেইস নেলসন ও বুকায়ো সাকা। শেষ পর্যন্ত তাই ৩-২ ব্যবধানে জিতেই মাঠ ছাড়ে রিয়াল।