• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তারকাবহুল টি-টোয়েন্টি, পাচ্ছে আন্তর্জাতিক স্ট্যাটাস

    বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তারকাবহুল টি-টোয়েন্টি, পাচ্ছে আন্তর্জাতিক স্ট্যাটাস    

    ঘোষণাটা এসেছিল আগেই। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সামনের বছর বিশেষ একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা হবে। ১৯ বছর আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশ। সেরকম ম্যাচই হতে যাচ্ছে সামনের বছর ঢাকায় মার্চে। এবার ফরম্যাট টি-টোয়েন্টি। আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বেক্সিমকোতে নিজের কার্যালয়ে ঘোষণা দিয়েছেন, ম্যাচগুলো আন্তর্জাতিক স্ট্যাটাসই পেতে যাচ্ছে।

    বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিশেষ একটা আয়োজনের কথা অনেক দিন ধরেই বলে আসছিল বিসিবি। তবে ঠিক কী হতে যাচ্ছে, সেটা নিয়ে চূড়ান্ত কিছু বলেনি। এবার আইসিসি বৈঠকে এ নিয়ে কথা হয়েছে, বিসিবির প্রস্তাবও অনুমোদন দিয়েছে আইসিসি। সব কিছু ঠিক থাকলে সামনের বছরের ১৮ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত হওয়ার কথা দুইটি টি-টোয়েন্টি। এফটিপি অনুযায়ী এখন পর্যন্ত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড আর ভারত-দক্ষিণ আফ্রিকা ছাড়া বাকি দলগুলোর টি-টোয়েন্টি নেই। যদি সূচি মেলে, তাহলে বিশ্বের সেরা ক্রিকেটারদেই এখানে নিয়ে আসতে চায় বিসিবি।

    এমনিতে এ ধরনের ম্যাচ আন্তর্জাতিক স্ট্যাটাস না পেলেও বিসিবি সভাপতি নিশ্চিত করেছেন, এই দুইটি ম্যাচকে সেই স্ট্যাটাস দেওয়ার পক্ষে মত দিয়েছে আইসিসি। এশিয়া একাদশ ও অবশিষ্ট বিশ একাদশের মধ্যেই হওয়ার কথা ম্যাচ দুইটি। তবে কোন দলে কারা খেলবে, অধিনায়ক কারা থাকবেন সেটাই নিয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত হয়নি।

    ২০০০ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এশিয়া একাদশ আর অবশিষ্ট বিশ্ব একাদশের মধ্যে একটি ওয়ানডে হয়েছিল। সে সময়ের সেরা অনেক ক্রিকেটারই ছিলেন সেই ম্যাচে। বিসিবি এবারও সেরকম তারকাবহুল কিছুই করতে চাই।