বিপিএলে ফিরছে উদ্বোধনী অনুষ্ঠান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে যুব টি-টোয়েন্টি
বিপিএলের সপ্তর আসরের জন্য দলগুলো ঘর গোছাতে শুরু করেছে এর মধ্যেই। ৬ ডিসেম্বর থেকে শুরু হতে পারে, এমন আভাসও পাওয়া গিয়েছিল। আজ সেটি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সবকিছু ঠিক থাকলে ৩ ডিসেম্বর হবে উদ্বোধনী অনুষ্ঠান। তবে ফাইনাল কবে হবে সেটা এখনো নিশ্চিত করে জানায়নি বিসিবি। ওদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষেও টি-টোয়েন্টি ম্যাচ ছাড়া আরও কিছু পরিকল্পনার কথা জানিয়েছে বিসিবি।
গত বছর নির্বাচনের কারণে পিছিয়ে জানুয়ারিতে চলে এসেছিল বিপিএল। তবে এই বছর শুরু হচ্ছে ডিসেম্বরেই। প্রথম কয়েকটি আসরে উদ্বোধনী অনুষ্ঠান হলেও গত দুইটি আসরে নির্বাচন ও বন্যা পরিস্থিতির কারণে জমকালো কোনো উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। এই বছর অবশ্য জাঁকালো করেই বিপিএল শুরুর পরিকল্পনা আছে বিসিবির। তবে কয়টি দল অংশ নেবে, বা ড্রাফট কবে হবে সেটি নিয়ে এখনো কিছু জানায়নি।
এদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৮ ও ২১ মার্চ এশিয়া একাদশ ও অবশিষ্ট বিশ্ব একাদশের মধ্যে দুইটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা জানিয়েছিল বিসিবি। এর পাশাপাশি অনূর্ধ্ব ১২ বছর বয়সী শিশু কিশোরদের দিয়ে একটি ক্রিকেট উৎসবের পরিকল্পনা আছে। সঙ্গে দেশব্যাপী যুব টি-টোয়েন্টি ক্রিকেট আয়োজনও করতে যাচ্ছে বিসিবি।
বেশ কিছু অসুস্থ ক্রিকেটার ও ক্রীড়া সাংবাদিকের জন্য আর্থিক সহায়তারও আজ ঘোষণা দিয়েছেন নাজমুল হাসান। জাতীয় ক্রিকেটার মোশাররফ রুবেল ব্রেন টিউমারের জন্য চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে এক দফা তাকে সাহায্য করেছে বিসিবি। তার জন্য নতুন করে আরও ১০ লাখ টাকা অনুদান দেওয়ার কথা জানিয়েছে বিসিবি। অসুস্থ সাবেক জাতীয় ক্রিকেটার ও দেশের প্রথম বাঁহাতি স্পিনার রামচাঁদ গোয়ালাকেও ১০ লাখ টাকা দেবে বিসিবি। অসুস্থ ক্রীড়া সাংবাদিক মাহবুব বাবুর জন্য ২ লাখ টাকা সাহায্যের ঘোষণা এসেছে। বাংলাদেশ জাতীয় দলের প্রথম অধিনায়ক শামীম কবিরের চিকিৎসার জন্য হাসপাতালের সব ব্যয় বহন করার ঘোষণাও এসেছেন বিসিবি সভাপতির তরফ থেকে।