'ওদের খেলা দেখে আফগানিস্তান নয়, ভারত বা অন্য দল মনে হয়'
চার দিনের ম্যাচে একটি হার, আরেকটু ভেসে গেছে বৃষ্টিতে। ওয়ানডেতে প্রথম দুই ম্যাচে হার, তৃতীয় ম্যাচটা অবশ্য জিতেছে। এরপর চতুর্থ ম্যাচে যখন বাংলাদেশ এ দলের সামনে নিশ্চিত পরাজয়, এরপর বৃষ্টি বাঁচিয়ে দিল তাদের। সিরিজ ড্র করতে শেষ ম্যাচটা জিততেই হবে ইমরুল কায়েসদের। আজ মিরপুরে আফগানিস্তান এ দলকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসাই করলেন বাংলাদেশ এ দলের অধিনায়ক ইমরুল।
এই মুহূর্তে বাংলাদেশের পেশাদার ক্রিকেটারদের অনেকেই ব্যস্ত। জাতীয় দল খেলছে শ্রীলংকায়, কর্ণাটকে খেলছে বিসিবি একাদশ। আর দেশে এ দল খেলছে আফগানিস্তানের বিপক্ষে। ভগ্নশক্তির এ দল নিয়ে শেষ ম্যাচ জেতা তাই চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন ইমরুল, ‘চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। আসলে আমরা খুব বেশি ভালো খেলি নাই। মূল ‘এ’ দলটা খেলছে না। কারণ সবারই খেলা চলছে।’
কিন্তু আফগানিস্তান এ দলকে হারাতে কি এ অজুহাত খাটে? ইমরুল একমত হলেন না, ‘জিনিসটা হচ্ছে যে, আমরা তো মাঠে খেলছি- নামে তো কিছু হয় না। আফগানিস্তানের দলটা দারুণ শক্তিশালী। তাদের ব্যাটিংটা অনেক শক্তিশালী। ওরা সবাই ব্যাটিং করতে পারে। আমরা দূর থেকে ভাবি যে, আফগানিস্তানের সাথে হারি। কিন্তু ওদের জাতীয় দল ওদের সাথে খেলতে চায় না! ওদের ‘এ’ দলটা দারুণ শক্তিশালী। এই কথাগুলো তাই খারাপ লাগে। কারণ আমরা মাঠে খেলি। মূল দল পেলে আমরা ভালো করতাম। ’
আফগানদের খেলায় ইমরুল এতোটাই মুগ্ধ, মাঝে মধ্যে ওদের ভারত বলেও ভ্রম হয়েছে তার, ‘এখান থেকে গিয়ে অনেকে ওদের জাতীয় দলে ঢুকবে। ওরাই হয়তো এখানে আমাদের সাথে টেস্ট খেলতে আসতে পারে। মনে হয় না ওরা আফগানিস্তানের ব্যাটসম্যান। ওদের খেলা দেখে মনে হয় না ওরা আফগানিস্তানের। মনে হয় ভারতের বা অন্য কোনো দলের। ওরা ফেলে দেয়ার মতো না। ওরা ভালো ক্রিকেট খেলছে। ’
এমনকি কিছু ক্ষেত্রে বাংলাদেশের চেয়েও এগিয়ে আছে বলে মনে করেন ইমরুল, ‘ওরা আমাদের মতোই সারা বছর খেলেছে। ওদের স্কিল ও জেনেটিক পাওয়ার আছে। এক ম্যাচে ওরা নয় ওভারে ১০০ রান নিয়েছি। ওরা ইয়র্কারও ছয় মেরেছে। ওরা তাই আমাদের চেয়ে এই ক্ষেত্রে এগিয়ে আছে। বাংলাদেশ এখন যেখানে আছে, পাঁচ বছর আগে সেখানে ছিলো না। এখন বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে অনেক বড় হুমকি। আমার কাছে মনে হয়, কেউ বসে নাই। সবাই চেষ্টা করছে। সবাই ভালো করতে চাচ্ছে। ’