• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    সাকিব-আফ্রিদিদের পেছনে ফেলে পেরির রেকর্ড

    সাকিব-আফ্রিদিদের পেছনে ফেলে পেরির রেকর্ড    

    শহীদ আফ্রিদি, সাকিব আল হাসানরাও রেকর্ডটি ছুঁতে পারেননি। কোনো পুরুষ ক্রিকেটার নন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০০ রান ও ১০০ উইকেট নেওয়া প্রথম ক্রিকেটার হলেন একজন নারী। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েছেন অস্ট্রেলিয়ার নারী দলের অলরাউন্ডার এলিস পেরি।

    প্রথমে বল হাতে ২ ওভারে ১৭ রান দিয়ে পেরি নিয়েছেন এক উইকেট। ইংলিশ ওপেনার অ্যামি জোনসকে ফিরিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১০৩ উইকেট নেন তিনি। গত নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিজের শততম উইকেট পেয়েছিলেন তিনি। ব্যাটিংয়ে নেমে ৩৯ বলে ৪৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন পেরি। এই রান করার সময় ছুঁয়েছেন টি-টোয়েন্টিতে হাজার রানের মাইলফলকও। সব মিলিয়ে ১০৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পেরির রান ১০০৫, উইকেট ১০৩টি। 

    পেরির পেছনে আছেন আফ্রিদি, সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯৯ ম্যাচে আফ্রিদি রান ১৪১৬, উইকেট ৯৮টি। সাকিবের রান ৭২ ম্যাচে ১৪৭১, উইকেট ৮৮ টি। ম্যাচের পর পেরি বলছেন, এই রেকর্ডটার ব্যাপারে জানতেনই না তিনি, ‘রেকর্ডটা দারুণ, কিন্তু সত্যি বলতে ম্যাচের আগে এটা জানতামই না! টি-টোয়েন্টি আমরা ছেলেদের মতোই ম্যাচ খেলি, আমার তো ১০০ ম্যাচ পেরিয়ে গেছে। ১০০ ম্যাচ খেললে এমন রেকর্ড হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এরকম কিছু করতে পেরে খুব ভালো লাগছে।’