• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    চেলসি-লিভারপুল ম্যাচ দিয়ে ইতিহাস গড়বেন নারী রেফারি

    চেলসি-লিভারপুল ম্যাচ দিয়ে ইতিহাস গড়বেন নারী রেফারি    

    ১৫ আগস্ট রাত ১টায় ইউয়েফা সুপারকাপের ম্যাচে ইস্তাম্বুলে মুখোমুখি হবে চ্যাম্পিয়নস লিগ জয়ী লিভারপুল এবং ইউরোপা লিগ জয়ী চেলসি। এই ম্যাচ দিয়েই ছেলেদের ইউরোপিয়ান প্রতিযোগিতায় ইতিহাস গড়তে যাচ্ছে ইউয়েফা। এবারই প্রথম পুরুষদের ইউরোপিয়ান ম্যাচ পরিচালনা করবেন এক মহিলা রেফারি। 'অল ইংলিশ' সুপারকাপে রেফারিংয়ের দায়িত্ব পেয়েছেন ফ্রেঞ্চ রেফারি স্টেফানি ফ্র্যাপার্ট।

    পুরুষদের ইউরোপিয়ান ফুটবলের মূলপর্বে মহিলা রেফারি এই প্রথম হলেও ২০০৪ থেকে ২০০৯ সালে ইউয়েফা কাপের বাছাইপর্বের একাধিক ম্যাচে রেফারি ছিলেন নিকোল পেতিনিয়াত। পুরুষদের ফুটবলে অবশ্য একেবারেই নতুন নন ফ্র্যাপার্ট। গত এপ্রিলে ফ্রেঞ্চ লিগে আমিয়েন্স এবং স্ট্রাসবোর্গের ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন তিনি। অভিজ্ঞতার দিক দিয়ে অবশ্য দারুণ সমৃদ্ধ ফ্র্যাপার্টের ক্যারিয়ার। গত মাসে যুক্তরাষ্ট্র এবং নেদারল্যান্ডসের মেয়েদের বিশ্বকাপ ফাইনালেও রেফারি ছিল তিনি। ২০১৭ সালে মেয়েদের ইউরো ফাইনালেরও রেফারি ছিলেন ফ্র্যাপার্ট। এর আগে ২০১২ সালে মেয়েদের অনূর্ধ্ব-১৯ ইউরো সেমিফাইনালও পরিচালনা করেছেন ফ্রেঞ্চ রেফারি।

     

     

    ফ্র্যাপার্টকে দায়িত্ব দিয়ে বেশ উচ্ছ্বসিত ইউয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার শেফেরিন, 'পুরো ক্যারিয়ারে দারুণ ধারাবাহিকতা এবং পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন স্টেফানি। ইউয়েফার সবাই চায় মেয়েদের ফুটবল যেন সবসময় সামনের দিকে এগিয়ে যেতে পারে। যাতে পরবর্তী প্রজন্ম ফুটবলকে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে আগ্রহী হয়। আমরা নিশ্চিত করতে চাই যেন ফুটবল নিয়ে স্বপ্ন দেখা নিয়ে যেন কোনও মেয়ে পিছিয়ে না আসে।'

     

     

    ফ্রেঞ্চ রেফারি ফ্র্যাপার্টের প্রশংসা করেছেন ইউয়েফার মূল রেফারিং ডিরেক্টর রবার্তো রোসেত্তি, 'গত দশকে স্টেফানি নিজেকে বিশ্বের সেরা রেফারিদের কাতারে নিয়ে গেছে। ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে রেফারিং করার অভিজ্ঞতাও আছে তার। এই অভিজ্ঞতাই তাকে ইস্তাম্বুলে সাহায্য করবে।' সুপারকাপের ম্যাচে ফ্র্যাপার্টের সহকারী হিসেবে থাকছেন ম্যানুয়েলা নিকোলিসি এবং মিশেল ও'নিল। এই দুজনকে নিয়েই গত মাসে মেয়েদের বিশ্বকাপ ফাইনালে রেফারিং করেছেন ফ্র্যাপার্ট।

    ফোর্থ অফিশিয়াল এবং ভিডিও রেফারির ক্ষেত্রে অবশ্য পুরুষ রেফারিই। ফোর্থ অফিশিয়ালের হিসেবে থাকবেন তুরষ্কের কুনেত শাকির। এবং ভিএআর-এর দায়িত্বে থাকবেন ক্লেমেন্ত তারপিন, ফ্রান্সিস লেশিয়ের, মার্ক বর্শ এবং মাসিমিলিয়ানো ইরাত্তি।