• সিরি আ
  • " />

     

    ইতালিতেই ফিরলেন বালোতেল্লি

    ইতালিতেই ফিরলেন বালোতেল্লি    

    ইতালির শহর লোমবার্দিতে কেটেছে মারিও বালোতেল্লির শৈশবের অনেকটা সময়। ইংল্যান্ড, ফ্রান্স ঘুরে আবার সেই শহরেই ফিরে আসলেন তিনি। সিরি আর নতুন মৌসুম শুরু হওয়ার আগে প্রথম বিভাগের নবাগত দল ব্রেসসিয়াতে যোগ দিয়েছেন বালোতেল্লি। 

    নিস ছেড়ে মার্শেইতে যোগ দেওয়ার পর থেকেই সময়টা ভালো কাটছিল না বালোতেল্লির। ফ্রেঞ্চ ক্লাবটির হয়ে খেলেছেন মাত্র ১৫ ম্যাচ। আগের মৌসুম শেষ হওয়ার পর থেকেই নতুন ক্লাবের সন্ধানে ছিলেন তিনি। তবে সবাইকে খানিকটা অবাক করে অখ্যাত ক্লাব ব্রেসসিয়াতে যোগ দিয়েছেন ২৯ বছর বয়সী বালোতেল্লি। সাত মৌসুম পর সিরি আতে উঠেছে ক্লাবটি, তাদের সাথে তিন বছরের চুক্তি করেছেন তিনি।  

    ব্রেসসিয়াতে যোগ দেওয়ার পর বালোতেল্লি নিজের ইন্সটাগ্রামে লিখেছেন, ‘অবশেষে নিজের শহরে ফিরলাম আমি!’ এক অফিশিয়াল বিবৃতিতে ব্রেসসিয়া জানিয়েছেন, বালোতেল্লিকে ঘরে ফেরাতে পেরে তাঁরাও উচ্ছ্বসিত, ‘মারিও ঘরে ফিরেছে। তিন বছর পর তাঁর ইতালিতে ফেরার কৃতিত্বটা ব্রেসসিয়াকে দিতেই হবে। এই শহরেই তাঁর শৈশব কেটেছে, ফুটবল খেলে নাম ছড়িয়ে পড়াও শুরু এখানেই।’ 

    অনেকদিন ধরেই ইতালির জাতীয় দলে সুযোগ হচ্ছে না বালোতেল্লির। গত চার বছরে খেলেছেন মাত্র তিনটি ম্যাচ। ব্রেসসিয়াতে ভালো পারফর্ম করে জাতীয় দলে ফিরবেন, বালোতেল্লির আশা এমনটাই।