• সিরি আ
  • " />

     

    ফুটবলারদের বড় অংকের ট্রান্সফার ফি নিয়ে অখুশি রোনালদো

    ফুটবলারদের বড় অংকের ট্রান্সফার ফি নিয়ে অখুশি রোনালদো    

    দলবদলের বাজারে ট্রান্সফার ফি ১০০ মিলিয়ন ইউরোরের বেশি হওয়া যেন ‘ডালভাত’ হয়ে দাঁড়িয়েছে। ফুটবলারদের এমন চড়া মূল্যে খুব একটা সন্তুষ্ট নন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ চ্যানেল টিভি-১কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রোনালদো বলছেন, অনেক সময় যোগ্যতা ছাড়াই বড় অংকের ট্রান্সফার ফি পাচ্ছেন ফুটবলাররা। এই সাক্ষাৎকারে রোনালদো এটাও বলেছেন, আগামী বছরই হয়তো অবসরে যেতে পারেন তিনি! 

    আধুনিক ফুটবলের দলবদলের বাজার নিয়ে খুশি নন রোনালদো, ‘আধুনিক ফুটবলের এই ব্যাপারটা নিয়ে আমি কিছুটা সন্দিহান। ক্লাবগুলো এখন নতুন প্রতিভাদের নিয়ে এক প্রকার জুয়া খেলে। ফেলিক্সের ব্যাপারটা বাদ দিয়ে বলছি, যে কেউ এখন ১০০ মিলিয়ন ইউরো পেতে পারে! ভালো কিছু করা ছাড়াই এত মোটা অংকের টাকা পাওয়া সম্ভব এখন।’ 

    ফুটবলের টাকার অংকটা একটু বেশিই বেড়ে গেছে, দাবি রোনালদোর, ‘ফুটবলে এখন প্রচুর টাকা। একজন সেন্টার ব্যাক ও গোলরক্ষকও ৭০ থেকে ৮০ মিলিয়ন ইউরো পাচ্ছে। আমি এটার সাথে একদমই একমত না। তবে যে পৃথিবীতে আমরা বাসা করি সেখানে সবার মতামতকে সম্মান দেখাতে হবে।’ 

    বয়স ৩৫ ছুঁতে খুব বেশিদিন বাকি নেই। কবে বুটজোড়া তুলে রাখতে চান, এমন প্রশ্নের জবাবে রোনালদো বলছেন, সেটা হতে পারে যেকোনো সময়ই, ‘আমি আসলে অবসর নিয়ে ভাবি না। হয়তো সেটা আগামী বছরই হতে পারে! তবে ৪০-৪১ বছর পর্যন্তও খেলতে পারি। আমি সবসময় বর্তমানটা উপভোগ করতে চাই।’