• লা লিগা
  • " />

     

    মেসিকে দ্রুত না ফেরার আহবান বেটিসের

    মেসিকে দ্রুত না ফেরার আহবান বেটিসের    

    মৌসুমের প্রথম ম্যাচে বিলবাওয়ের বিপক্ষে লিওনেল মেসিকে পায়নি বার্সেলোনা। সেই ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে হারের স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ২৫ আগস্ট রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচে মেসি খেলবেন কিনা, সেটা এখনো নিশ্চিত নয়। এই ম্যাচকে সামনে রেখে বেটিস খানিকটা মজা করে টুইট করেছে, মেসি যেন ইনজুরি থেকে তড়িঘড়ি করে না ফেরেন! 

    বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন লুইস সুয়ারেজ ও উসমান ডেম্বেলে দুইজনই। এমন অবস্থায় বার্সা খুব করেই চাইছে, মেসি যেন বেটিসের বিপক্ষে ফেরেন। এই ম্যাচের জন্য অনুশীলন শুরু করেছে বার্সা। গতকাল কয়েক সপ্তাহের মাঝে প্রথমবারের মতো পুরোদমে দলের সাথে অনুশীলন করেছেন বার্সা অধিনায়ক। তবে তিনদিন পর বেটিসের বিপক্ষে একাদশে থাকবেন কিনা, সেটা অবশ্য নিশ্চিত করেননি এরনেস্তো ভালভার্দে। 

    বেটিস অবশ্য মেসির দ্রুত ফেরাটা চাইছে না। তাদের অফিশিয়াল টুইটে বার্সার পোস্ট করা মেসির অনুশীলনের ছবি দিয়ে ক্যাপশন দেওয়া হয়েছে, ইনজুরি থেকে ফিরতে যেন তাড়াহুড়া না করেন মেসি! 

    শেষবার যখন মুখোমুখি হয়েছিল বার্সা ও বেটিস, সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন মেসি। গত মার্চে হওয়া লিগের সেই ম্যাচ ৪-১ ব্যবধানে জিতেছিল বার্সা। মেসি হ্যাটট্রিক পূর্ণ করেছিলেন চোখ ধাঁধানো এক চিপে। সেই গোলে বার্সা সমর্থক তো বটেই, দাঁড়িয়ে হাততালি দিয়েছিলেন খোদ বেটিস সমর্থকরাও!