• আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট
  • " />

     

    সাকিবদের সঙ্গে কাজ করবেন আরও একজন দক্ষিণ আফ্রিকান

    সাকিবদের সঙ্গে কাজ করবেন আরও একজন দক্ষিণ আফ্রিকান    

    আরও একজন দক্ষিণ আফ্রিকান পেল বাংলাদেশ ক্রিকেট দল। জুলিয়ান কালেফাতো নামের এই দক্ষিণ আফ্রিকান ও ইতালিয়ান নাগরিক যোগ দিচ্ছেন বাংলাদেশ দলের নতুন ফিজিও হিসেবে। আফগানিস্তান টেস্ট সিরিজের আগেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার।

    শ্রীলংকান থিহান চন্দ্রমোহন বিশ্বকাপ শেষে চলে যাওয়ার পর এই পদটা ফাঁকাই ছিল। ৪০ বছর বয়সী কালেফাতোর নিয়োগে গত কিছুদিনে বাংলাদেশ দলে যোগ দেওয়া পঞ্চম দক্ষিণ আফ্রিকান কোচিং স্টাফ হলেন তিনি। গত সপ্তাহেই দলে এসেছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো ও বোলিং কোচ শার্ল ল্যাঙ্গেভেল্ট। আগে থেকেই ছিলেন ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জি ও ফিল্ডিং কোচ রায়ান কুক।

    বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন ফিজিও চোট প্রতিরোধ ও ব্যবস্থাপনায় একজন বিশেষজ্ঞ। এর আগে ইংল্যান্ডের গ্লস্টারশায়ার ও ডার্বিশায়ার কাউন্টিতে, দক্ষিণ আফ্রিকার প্রভিন্স কেপ কোবরায় কাজ করেছেন। ইংলিশ ক্রিকেট বোর্ডকে ফিজিওথেরাপিস্ট ও স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ হিসেবে সহায়তা করেছেন। ক্রিকেটের বাইরে সেইলিং, রাগবি ও আইস হকিতেও কাজ করার অভিজ্ঞতা আছে। জাতীয় দলের সঙ্গে তার চুক্তি ২০২১ সাল পর্যন্ত।