• সিরি আ
  • " />

     

    ধারে ইন্টারে যাচ্ছেন সানচেজ

    ধারে ইন্টারে যাচ্ছেন সানচেজ    

    অ্যালেক্সিস সানচেজের ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার গুঞ্জনটা চলছে অনেকদিন ধরেই। শেষ পর্যন্ত পুরোপুরি ক্লাব না ছাড়লেও দ্রুতই ধারে অন্য ক্লাবে চলে যাচ্ছেন সানচেজ। ধারে সানচেজকে দলে ভেড়াতে রাজি হয়েছে ইন্টার মিলান। 

    ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকে সময়টা একদম ভালো কাটেনি সানচেজের। গত ১৯ মাসে খেলেছেন ৪৫ ম্যাচ, গোল করেছেন মাত্র পাঁচটি। ইউনাইটেডে প্রতি সপ্তাহে প্রায় ৪ লাখ পাউন্ড বেতন পান সানচেজ। 

    এমন অবস্থায় অনেকদিন ধরেই ইউনাইটেড ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা ভাবছিলেন সানচেজ। স্কাই ইতালিয়া জানিয়েছে, সানচেজকে ১০ মাসের জন্য ধারে নেওয়ার ব্যাপারে ইন্টারের প্রস্তাবে রাজি হয়েছে ইউনাইটেড। তারা প্রতি সপ্তাহে সানচেজকে প্রায় এক লাখ ৭৫ হাজার পাউন্ড বেতনও দিতে চায়। 

    তবে ১০ মাসের ধারের সময় শেষে সানচেজকে একেবারে কিনে নেওয়ার ব্যাপারে কিছু জানায়নি ইন্টার। গতকাল মিলানে মেডিকেল পরীক্ষা হয়েছে সানচেজের। 

    কিছুদিন আগেই ইউনাইটেড ছেড়ে ইন্টারে যোগ দিয়েছিলেন সানচেজের ইউনাইটেড সতীর্থ রোমেলু লুকাকু।