'অবশ্যই টার্ন আফগানদের ঝামেলায় ফেলবে'
আল আমিন জুনিয়র মূলত ব্যাটসম্যান, অলরাউন্ডার বলা তাকে কঠিন। লিস্ট এ তে বোলিং রেকর্ড মন্দ নয় তার, কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেটে উইকেট আছে ১৫টি। সেই আল আমিনের বিষেই আজ নীল হলো আফগানরা, ব্যাটিং অনুশীলনটা করতে দিলেন না তাদের। নিজের অভিজ্ঞতা থেকেই বললেন, প্রথম টেস্টে টার্ন অবশ্যই ঝামেলায় ফেলবে আফগানদের।
স্পিন নিয়ে রহস্যটা চট্টগ্রামের উইকেটের জন্য আরও বেশি করে আলোচনায় আসছে। এবারের উইকেট একটু পেসারবান্ধব হতে পারে, এমন আভাস গত সপ্তাহে দিয়েছিলেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান। এরপর টিম ম্যানেজমেন্টের কাছ থেকেও সেই ইঙ্গিত পাওয়া গেছে, ১৫ জনের দলে তিন পেসার থাকার পর সেই ভাবনার পালে হয়তো কিছুটা হাওয়া লেগেছে। তবে স্পিনের বিপক্ষে আফগানদের ব্যাটিং দেখার পর অন্য কিছু ভাবতে পারে ম্যানেজমেন্ট।
আল আমিনের স্পিনের কথাই ধরুন। এমএ আজিজের উইকেটে সেই অর্থে টার্ন আর বাউন্স খুব ছিল না দৃশ্যত। আল আমিন অবশ্য বলেছেন, উইকেট থেকে বেশ সাহায্য পেয়েছেন। প্রথম দুই উইকেট আফগানদের বিলিয়ে দেওয়ার কল্যাণে পেলেও পরের দুইটি ভালো বল করারই পুরস্কার পেয়েছেন। স্পেশালিস্ট স্পিনার জুবায়ের হোসেন লিখন অবশ্য নিজের লাইন লেংথ ঠিক রাখতে পারেননি, অবশ্য তার বলে একটা ক্যাচ ড্রপও হয়েছে। তবে আল আমিনের বিপক্ষে খুব স্বস্তিতে ছিলেন না প্রতিপক্ষ ব্যাটসম্যানরা।
দিন শেষে আল আমিন নিজেও বলেছেন, স্পিনেই বিপদে ফেলা যাবে প্রতিপক্ষকে, ‘এখানে দেখলাম নবী ভাই (মোহাম্মদ নবী) একটু খেলছেন। উনি অভিজ্ঞ খেলোয়াড়। (স্পিন) উনি একটু ভালো খেলেছেন। আর যারা ছিল তারা তরুণ খেলোয়াড়। আমি মনে করি আমাদের স্পিনারদের টার্ন আছে, তাদের বৈচিত্র্য আছে। অবশ্যই টার্ন ওদের ঝামেলায় ফেলবে।’
প্রথম টেস্টের জন্য স্পিনের ওপরেই বাংলাদেশের ভরসা করা উচিত বলে মত দিয়েছেন, ‘আমার কাছে মনে হয় উইকেট যেমনই হোক আমাদের শক্তি কোনদিকে সেটা আমাদের জানতে হবে। তো সেদিক দিয়ে আমি মনে করি আমাদের ন্যাশনাল টিমে খুব ভালো ভালো স্পিনার আছে। সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের জন্য স্পিনই খুব ভালো হবে। আমার মনে হয়েছে পেসের বিপক্ষে ওরা মোটামুটি ভালো শক্তিশালী। আমার মনে হয় স্পিন আমাদের জন্য বেটার অপশন।’
গত বছরেই মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনো স্পেশালিস্ট পেসার ছাড়াই নেমেছিল বাংলাদেশ। আট ব্যাটসম্যানের সঙ্গে ছিলেন তিন স্পিনার মিরাজ, তাইজুল ও নাঈম। আর সাকিব তো ছিলেনই। আজ চট্টগ্রামে ছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। বাংলাদেশ কি আবারও তাহলে স্পিনকেই আশ্রয় করবে?