বোলিং করে শংকা কাটালেন মিরাজ
ভাদ্র মাসের তীব্র গরমে অনুশীলন চলল প্রায় ঘন্টাতিনেক। ঘেমেনেয়ে একাকার হয়ে ড্রেসিংরুমে ফেরার পথে মেহেদী হাসান মিরাজ বেরিয়ে যাচ্ছিলেন তাড়াহুড়ো করে। জানতে চাইতেই বললেন, ‘একদম ঠিক আছি। প্রপার অবস্থায় আছি।’ আপাতত একটা দুশ্চিন্তা কেটে গেল বাংলাদেশ দলের। প্রথম টেস্টে নামতে আপাতত বাধা নেই মেহেদী হাসান মিরাজের।
শংকা ছিল আসলে কদিন থেকেই। ডান হাতের তর্জনীতে চোট পেয়েছিলেন অনুশীলনের সময় গত সপ্তাহে চোট পেয়েছিলেন। কদিন বিশ্রাম নিতে হয়েছিল সেটার জন্য, মিরপুরে দুই দিনের অনুশীলন ম্যাচে বল করতে পারেননি। আজ অবশ্য হাতে আর ব্যান্ডেজ দেখা যায়নি। সকালে ফিল্ডিং করার পর ব্যাট তো করেছেনই, বেশ কিছুক্ষণ বল করেছেন নেটে। সবার অনুশীলন শেষ হয়ে যাওয়ার পরও তিন স্পিনারকে নিয়ে আলাদা সেশন করলেন কোচ রাসেল ডমিঙ্গো। সেখানে বল করেছেন মিরাজও, বেশ চনমনেও মনে হয়েছিল আজকে।
৫ সেপ্টেম্বর থেকে শুরু চট্টগ্রাম টেস্টে তাই মিরাজকে নিয়ে আপাতত উৎকন্ঠা কেটে গেছে বলেই মনে হচ্ছে। এই টেস্টে যে তাকে খুব করেই দরকার বাংলাদেশের!