• আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট
  • " />

     

    বাংলাদেশের ধাঁধাঁর নাম জাহির খান?

    বাংলাদেশের ধাঁধাঁর নাম জাহির খান?    

    এমএ আজিজ স্টেডিয়ামের চা বিরতি চলছে তখন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলছিলেন, ওই চায়নাম্যানটাকে দেখে খেলতে হবে। জাহির খান মাত্রই বিসিবি একাদশকে ঘোল খাইয়ে মাঠ ছাড়ছেন। রশিদ খান আপাতত সবচেয়ে বড় হুমকি, তবে বাংলাদেশের জন্য বড় বিভীষিকা হয়ে উঠতে পারেন জাহির খানও।

    আফগান এই বাঁহাতি রিস্ট স্পিনার অবশ্য বাংলাদেশে একদমই অপরিচিত নন। কিছুদিন আগেও বিপিএলে খেলে গেছেন খুলনা টাইটান্সের হয়ে। সাদা বলে এখনও আফগান দলে জায়গা পাকা করতে পারেননি।  টেস্ট দলে আগে থাকলেও খেলার সুযোগ হয়নি। তবে আজ যেমন বোলিং করেছেন, তাতে প্রথম একাদশে তার না থাকাটা হবে বেশ বিস্ময়ের।

    জাহির খানের বোলিংয়ে প্রথমেই চোখে পড়বে তার অ্যাকশন। অনেকটা দৌড়ে এসে বল করেন খানিকটা জোরের ওপর। অধিনায়ক নুরুল হাসান সোহানের পর্যবেক্ষণ, ‘আমার কাছে মনে হয়েছে, ও দুইটাই পারে। লেফট আর্ম লেগ স্পিনের সঙ্গে উল্টাও মারতে পারে। তবে আমার কাছে মনে হয়েছে, আমাদের ব্যাটসম্যানরা ওকে দেখে খেলতে পারলে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়।’

    তবে সোহান যা-ই বলুন, জাহির খানকে নিয়ে বাংলাদেশ আলাদা করে ভাববে নিশ্চয়। প্রথম শ্রেণির রেকর্ডও বলছে, তাকে নিয়ে চিন্তার কারণ আছে। ১২টি প্রথম শ্রেণির ম্যাচে ৬৪ উইকেট নিয়েছেন এখন পর্যন্ত,  সর্বশেষ মৌসুমে আফগান চার দিনের ঘরোয়া লিগের ম্যাচে সর্বোচ্চ উইকেট ছিল তার।

     

     

    মাঠে ব্যাটসম্যানদের যতটা দুর্বোধ্য মনে হয়েছে তাকে, ম্যাচ শেষে সাংবাদিকদেরও সেরকমই মনে হলো। ইংরেজি বুঝলেও পারেন না, উত্তর দিলেন পশুতেই। সেটি অনুবাদ করে দিলেন আফগান ম্যানেজার। সেখানেই জাহির বললেন, এই দলের বিপক্ষে পাঁচ উইকেট নিতে পেরে বেশ ভালো লাগছে তার, ‘এখানে আমরা যে দলটির সঙ্গে খেললাম সেটি বাংলাদেশের মধ্যে দ্বিতীয় সেরা দল। এই দলে আন্তর্জাতিক ম্যাচ খেলা খেলোয়াড়ও ছিল। এমন একটা প্র্যাকটিস ম্যাচে আমি বৈচিত্র্য দিয়ে বোলিং করতে চেয়েছিলাম। আমি খুশি যে টেস্টের আগে এই ম্যাচে পারফর্ম করতে পেরেছি। প্রস্তুতি ভালো হয়েছে।’  

    নিজের লম্বা রান আপটাও সহজাত বলে জানালেন, ‘ চায়নাম্যানই ছিলাম শুরু থেকে, মিডিয়াম পেসার না। তবে আমি আমার গতিকে খুব ভালো নিয়ন্ত্রণ করতে জানি। ছোটোকাল থেকেই আমি এমন লম্বা রান আপে বল করে যাচ্ছি। জোরের ওপর বল করতেও আমার সমস্যা হয় না। আসলে আমি খুব নির্ভারভাবেই বল করতে পারি।’

    এখনও টেস্ট ক্রিকেট খেলা হয়নি, চার দিনের অভিজ্ঞতাও এখন পর্যন্ত বেশি নয়। জাহির অবশ্য বললেন, আইসিসি আয়োজিত চার দিনের টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা কাজে দিয়েছে তাকে, ‘আমার মনে হয় খুব ভালো একটা টেস্ট ম্যাচ হবে এটা। এর আগে আমরা আইসিসি কাপে ভালো করেছি। আর আমরা বেশ লম্বা সময় ধরে এর জন্য প্রস্তুতি নিয়েছি। প্রস্তুতিটা বেশ ভালো হয়েছে। তাছাড়া টেস্টেও আমাদের অভিজ্ঞতা ভালো। আমি নিশ্চিত, একটা ভালো ম্যাচ হবে।’

    সেটা বাংলাদেশের জন্য ভালো হলেই হলো!