ক্র্যাচ হাতেই অনুশীলন করালেন আফগান কোচ
সকাল সকাল দেখা গেল, ক্র্যাচ বগলদাবা করে লোকটা হাঁটছেন। গরমে ঘেমেনেয়ে একাকার, প্রায় খোঁড়াতে খোঁড়াতে অনুশীলন করাচ্ছেন। অ্যান্ডি মোলস পরে নিজেই জানালেন, কাল চট্টগ্রামেই ছোটখাটো একটা অস্ত্রোপচার করিয়েছেন আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন কোচ।
মোলস অবশ্য বিশ্বকাপের সময়ও আফগানদের মূল কোচ ছিলেন না। পাঁচ বছর ধরে কাজ করছেন, ২০১৫ সালের বিশ্বকাপে ছিলেন মূল দলের কোচ। এরপর বিভিন্ন বয়সভিত্তিক দলে কাজ করেছেন, ফিল সিমন্স চলে যাওয়ার পর এই সিরিজে আবার কাজ করছেন মূল দলের সঙ্গে।
কিন্তু পায়ে কী হয়েছে তার? মোলস বললেন, ‘দশ দিন আগে আবু ধাবিতে হাঁটতে বেরিয়েছিলেন। ওই সময়েই খেয়াল করলাম,আমার পায়ের নিচ থেকে চামড়া উঠে যাচ্ছে। এখানে আসার পর কোচদের কথা বলে দেখলাম, কোনো সংক্রমণ হয়েছে কি না। এখানে আসার পর স্থানীয় একজন সার্জনকে দেখিয়েছি কাল। কিছু চামড়া উঠিয়ে ফেলতে হয়েছে। ওই জায়গায় কাটাকাটি করা লেগেছে কিছু। আশা করি এক সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাব। একটু ব্যথা করছে, কিন্তু খারাপ কিছু নয়।’
এই ব্যথা নিয়েই অবশ্য প্রায় ঘণ্টাতিনেক অনুশীলন করিয়ে গেলেন। প্রায় এক পায়ে আঁড়িয়ে স্লিপে ক্যাচ প্র্যাকটিসও করালেন।