• আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট
  • " />

     

    এবার বন্ধুর 'অমঙ্গল' চান রশিদ খান

    এবার বন্ধুর 'অমঙ্গল' চান রশিদ খান    

    মাঠে দেখা হয়েছিল প্রথম কাল। আফগানিস্তান যখন অনুশীলন শেষ করছে, সাকিবরা তখন মাঠে এসেছিলেন মাত্র। রশিদ খানের সঙ্গে দেখা হতেই দুজন আলিঙ্গনে বাঁধলেন। আজ সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক রশিদও বললেন, সাকিব তার খুব ভালো বন্ধু। তবে বিশ্বকাপের সেই সাকিবকে আর চান না রশিদ।

    আন্তর্জাতিক ক্রিকেটে দুজন প্রতিপক্ষ হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দুজন খেলেন একসঙ্গেই। দুই বছর আগে সাকিব যোগ দিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদে, শুরু থেকে পেয়েছেন রশিদকে। বন্ধুত গড়ে উঠতেও দেরি হয়নি। রশিদও আজ সেটাই বললেন, ‘বেশ মজা হবে কাল। আমরা আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে একসঙ্গে খেলেছি। ওখানে আমরা দারুণ দুইটি বছর পার করেছি। অনেক মজা করেছি। মাঠের ভেতরে তো বটেই, মাঠের বাইরেও। আমরা খুবই ভালো বন্ধু।’

     

     

    তবে একজন পেশাদারের মতোই রশিদ বললেন, দুজনেই এখন নিজেদের সেরাটা দিতে চাইবেন, ‘এই মুহূর্তে আপনি যখন দেশের হয়ে নামবেন, আপনি নিজের শতভাগ দিতে চাইবেন। আপনি দেশের হয়ে সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। আমরা দুজনেই দলকে নেতৃত্ব দিচ্ছি, ব্যাপারটা বেশ রোমাঞ্চকর। আমি কিছুটা উত্তেজিতও। আশা করি মুহূর্তটা উপভোগ করতে পারব।’

    কিন্তু সাকিব তো তাদের জন্য সবচেয়ে বড় হুমকিও। বিশ্বকাপে সাকিবের পারফরম্যান্স ভালোমতোই আছে আফগান অধিনায়কের। দলের জন্য যে কোনো মূল্যে সেটা করতে দিতে চান না, ‘আমার দেখা বিশ্বকাপে সেরা পারফরম্যান্স করেছে ও। ব্যাটিং তো আছেই, যেভাবে বল করেছে তাতে তার অবদান ছিল সেরা। তবে অবশ্যই ফরম্যাট এবার আলাদা। কন্ডিশনও অন্যরকম। আশা করি বিশ্বকাপে ও যা করেছে সেটার পুনরাবৃত্তি করতে পারবে না। আমরা চেষ্টা করব ওকে যত দ্রুত সম্ভব আউট করতে।’