ব্রাজিল, আর্জেন্টিনা প্রীতি ম্যাচের সময়সূচি
কোপা আমেরিকার শেষে প্রায় দুই মাসের বিরতির পর আন্তজার্তিক প্রীতি ম্যাচ দিয়ে ফুটবলে ফিরছে ব্রাজিল ও আর্জেন্টিনা। কোপা আমেরিকা জয়ী ব্রাজিল আন্তর্জাতিক বিরতিতে খেলবে দুইটি ম্যাচ। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।
ব্রাজিল ও আর্জেন্টিনার এবারের প্রীতি ম্যাচের সবগুলোই হবে যুক্তরাষ্ট্রে। ৭ তারিখের পর দ্বিতীয় প্রীতি ম্যাচে কোপা আমেরিকার ফাইনালের পুনমর্ঞ্চায়ন হচ্ছে। পেরুর বিপক্ষে ১১ তারিখ লস অ্যাঞ্জেলস কলোসিয়ামে খেলবে দুইদল। এর চারদিন আগে একই মাঠে প্রথম নিজেদের প্রীতি ম্যাচে আর্জেন্টিনা খেলবে চিলির বিপক্ষে। কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে সবশেষে দেখা হয়েছিল দুইদলের। দুই অধিনায়ক গ্যারি মেডেল ও লিওনেল মেসি নিষেধাজ্ঞার কারণে অনুমিতভাবেই নেই দলে। ১১ তারিখ মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে দ্বিতীয় প্রীতি ম্যাচে আর্জেন্টিনার ম্যাচ মেক্সিকোর বিপক্ষে।
ব্রাজিল স্কোয়াড
গোলরক্ষক
এডারসন, ওয়েভারটন, ইভান
ডিফেন্ডার
দানি আলভেজ, ফ্যাগনার, অ্যালেক্স সান্দ্রো, হোর্হে, মার্কিনহোস, থিয়াগো সিলভা, এডার মিলিতাও, সামির
মিডফিল্ডার
কাসেমিরো, অ্যালান, আর্থার, ফাবিনহো, লুকাস পাকেতা, কুতিনিয়ো
ফরোয়ার্ড
ব্রুনো হেনরিকে, নেরেস, ফিরমিনো, নেইমার, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র
আর্জেন্টিনা স্কোয়াড
গোলরক্ষক
এস্তেবান আন্দ্রাদা, ফ্র্যাঙ্কো আরমানি, অগাস্টিন মার্কিসিন
ডিফেন্ডার
নিকোলাস অটামেন্ডি, নিকোলাস টালিয়াফিকো, মার্কো রোহো, জার্মান পেতজেলা, লিওনার্দো বালের্দি, লুকাস কুয়ার্তা, গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস ফিগাল
মিডফিল্ডার
মার্কোস আকুনিয়া, লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, জিওভানি লো সেলসো, নিকোলাস ডমিনগুয়েজ, রদ্রিগো ডি পল, মাতিয়াস জারাচো, রবার্তো পেরেইরা, ইজেকুয়েল পালাসিয়োস, ম্যানুয়েল লানজিনি, অ্যালেক্সিস অ্যালিস্টার
ফরোয়ার্ড
হোয়াকিন কোরেয়া, পাওলো দিবালা, লাউতারো মার্টিনেজ, অ্যাডলফো গাইচ