• সিরি আ
  • " />

     

    নিজেকে যে কারণে ইতিহাসের সেরা গোলকিপার বললেন সেজনি

    নিজেকে যে কারণে ইতিহাসের সেরা গোলকিপার বললেন সেজনি    

    ফুটবল ইতিহাসের তো বটেই, বর্তমান যুগেও হয়তো সেরা গোলরক্ষক হিসেবে তার নামটা তালিকার ওপরের দিকে রাখবেন না খুব বেশি মানুষ। জুভেন্টাস গোলরক্ষক সেজনি অবশ্য নিজেকে সর্বকালের সেরা গোলরক্ষক বলছেন! কিন্তু কেনো? কারণটা অবশ্য একটু মজার। বিশ্বকাপজয়ী ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি বুফনকে সেজনির ‘বিকল্প’ হিসেবে স্কোয়াডে রেখেছে জুভেন্টাস। আর এতেই খানিকটা মজা করে সেজনি বলছেন, বুফনকে পেছনে ফেলায় তিনিই হয়তো সর্বকালের সেরা! 

     

     

    জুভেন্টাসে যোগ দেওয়ার পর প্রথম মৌসুমে বুফনের বিকল্প কিপার হিসেবেই বেঞ্চে বসে থাকতে হতো সেজনিকে। বুফন জুভেন্টাস ছেড়ে পিএসজিতে যাওয়ার পর সেজনিই ক্লাবের এক নম্বর কিপার। এক মৌসুম পিএসজিতে কাটানোর পর আবার তুরিনে ফিরেছেন বুফন। তবে সেজনিকেই একাদশে রেখে বুফনকে রাখা হয়েছে তার বিকল্প হিসেবে। 

     

     

    বুফনের আগে একাদশে সুযোগ পাওয়াতেই নিজেকে ‘সেরা’ বলছেন সেজনি, ‘আমি যখন রোমাতে ছিলাম, তখন বর্তমান সময়ের সেরা গোলরক্ষক অ্যালিসনের বিকল্প হিসেবে থেকেছি। এখন জুভেন্টাসে আমার বিকল্প হিসেবে আছেন ইতিহাসের অন্যতম সেরা কিপার! এর মানে আমিই হয়তো বর্তমান সময় ও ফুটবল ইতিহাসের সেরা গোলরক্ষক!’ 

     

    পিএসজি থেকে বুফনকে ফিরিয়ে আনায় দারুণ খুশি সেজনি, ‘বুফনের কাছ থেকে কিছু শেখাটা অবিশ্বাস্য একটা অনুভূতি। তার ফেরাতে আমি দারুণ খুশি। জুভেন্টাস এটা খুব ভালো কাজ করেছে। বুফনের সাথে অনুশীলন করা, কথা বলা, তার কিপিং দেখা; এটা আসলে অমূল্য। এটার সুযোগ নিতে না পারলে আমি আসলেই বোকা! দুই বছর আগে যখন জুভেন্টাসে এসেছিলাম, তার বদলি হিসেবেই খেলেছি। এখন তিনি আমার ভূমিকাটা পালন করছেন। আমাদের সম্পর্কটা এখনো খুব দৃঢ়।’