সাকিবকে ফুল দিলেন অনাহূত দর্শক
দিনের ১০৭তম ওভার, সাকিব আল হাসানের ১৮তম ওভারের তৃতীয় বল। হঠাৎই ইস্টার্ন গ্যালারি থেকে এক লোক ঢুকে গেলেন মাঠে, হাতে ফুল। সাকিব আল হাসানের কাছে গিয়ে স্যালুট ঠুকলেন, হাঁটু গেড়ে ফুলও দিতে চাইলেন। জড়িয়েও ধরতে গিয়েছিলেন। তবে সাকিব সেই ‘প্রপোজে’ সাড়া না দিয়ে সরে গেছেন এক পাশে। অন্য পাশ থেকে নিরাপত্তারক্ষীরা তখন ঢুকে গেছেন মাঠে, বাইরে বের করে নিয়ে যাওয়া হয়েছে ওই অনুপ্রবেশকারীকে। পরে পুলিশে সোপর্দ করা হয়েছে। বিসিবির নিরাপত্তা বিভাগের প্রধান হাসান ইমাম বলেছেন, স্টেডিয়ামের নিরাপত্তা বাড়ানোর জন্য তারা স্থানীয় পুলিশের সঙ্গে বৈঠক করছেন।
দেশের টেস্টে গত কিছুদিনে এমন ঘটনা নিয়মিত হয়ে গেছে। সিলেট টেস্টে দুই দিন মাঠে ঢুকে পড়েছিলেন দুইজন, সেটা নিয়ে হইচই তখন কম হয়নি। ২০১৬ সালে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মাশরাফিকে এরকম মাঠে ঢুকে আলিঙ্গন করেছিলেন একজন। বার বার মাঠে এমনভাবে দর্শক ঢুকে পড়ায় প্রশ্ন উঠেছে নিরাপত্তাব্যবস্থা নিয়ে। চট্টগ্রামে এই ঘটনা প্রথম হলেও এমন নয় যে আগে হয়নি।