• সিরি আ
  • " />

     

    বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ইতালিকে: লুকাকু

    বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ইতালিকে: লুকাকু    

    গত সপ্তাহে ক্যালিয়ারির মাঠে তার গোলেই জয় নিশ্চিত করেছিল ইন্টার মিলান। পেনাল্টিতে গোল করার পর উদযাপনের সময় ক্যালিয়ারি সমর্থকদের বর্ণবাদী মন্তব্যের শিকার হন রোমেলু লুকাকু। ম্যাচ জিতলেও প্রতিপক্ষ সমর্থকের এমন আচরণে বেশ ব্যথিত হয়েছেন বেলজিয়ান স্ট্রাইকার। দীর্ঘদিন ধরেই ইতালিতে চলে আসা বর্ণবাদ সমস্যা সমাধানে কোনও পদক্ষেপ নেয়নি সিরি আ। লুকাকু মনে করেন, ফুটবলের বৃহত্তর স্বার্থে বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত ইতালির।

    'নেরাজ্জুরি'দের হয়ে দুই ম্যাচেই গোলের দেখা পেয়েছেন লুকাকু, দলও জিতেছেন দুই ম্যাচই। কিন্তু সব ছাপিয়ে বর্ণবাদ নিয়েই সরগরম সিরি আ। রোলিং স্টোনসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের হতাশার কথা জানিয়েছেন লুকাকু, 'বর্ণবাদের বিষয়টি নিয়ে আমাদের ভাবা দরকার। শুধু ইতালি নয়, ইংল্যান্ডেও এই সমস্যার সম্মুখীন হয়েছি আমি। ফুটবল আন্তর্জাতিক খেলা, সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ। আপনি যদি আসলেই বিশ্বের সেরা ফুটবলারদের নিয়ে দল সাজাতে চান, তাহলে আপনাকে এসব চিন্তাভাবনা বাদ দিয়ে মুক্তমনা হতে হবে। কারণ ফুটবলাররা নতুন সংস্কৃতির সাথে মানিয়ে নিতে ইচ্ছুক সবসময়। আমার মনে হয় বৈষম্য না করে ইতালিতে তাদের উপস্থিতির তারিফ করা উচিত সবার।'

     

     

     

    রোলিং স্টোনসকে দেওয়া সাক্ষাৎকারের আগেই অবশ্য সামাজিজ যোগাযোগমাধ্যমে নিজের হতাশার কথা জানিয়েছিলেন লুকাকু। ম্যাচের পরদিনই (গত সোমবার) ইন্সটাগ্রামে লুকাকু লিখেছেন, 'গত মাসখানেক ধরে আমার মত অনেক ফুটবলারই বর্ণবাদের শিকার হয়েছেন। ফুটবল খেলাটি সবার জন্যই উপভোগ্য, এমন খেলায় আমাদের কোনও ধরণের বৈষম্য মেনে নেওয়া উচিত নয়; কারণ সেটি করলে ফুটবলের চেতনা ক্ষুণ্ণ হবে। আশা করি ফুটবলের সব ফেডারেশনই বর্ণবাদের বিপক্ষে শক্ত পদক্ষেপ গ্রহণ করবে। ফুটবল ক্লাবগুলোর মত সোশ্যাল মিডিয়াতেও এ ব্যাপারে কাজ করতে হবে; কারণ প্রতিদিনই কোনও না কোনও কৃষ্ণাঙ্গের ছবিতে একাধিক বর্ণবাদী মন্তব্য থাকে। দীর্ঘদিন প্রতিবাদ করে আসলেও কোনও কর্তৃপক্ষ এ ব্যাপারে পদক্ষেপ নেয়নি। আমরা ২০১৯ সালে বসবাস করছি। সামনে এগিয়ে যাওয়াড় বদলে এসব কারণে আমরা প্রতিদিন পিছিয়ে পড়ছি আরও। ফুটবলার হিসেবে আমাদের সবার উচিত একতাবদ্ধ হয়ে আওয়াজ তোলা। বর্ণবাদের সমস্যা দূর করে ফুটবলকে আরও উপভোগ্য করে তুলতে হবে।'

     

     

    এবারই প্রথম বর্ণবাদ নিয়ে অভিযোগ আসেনি ক্যালিয়ার সমর্থকদের বিরুদ্ধে। গত মৌসুমেও সাবেক জুভেন্টাস স্ট্রাইকার মইসে কিনকে বর্ণবাদী মন্তব্য করেছিলেন তারা। গতবারের মত এবারও সমর্থকদের এমন আচরণের নিন্দা জানিয়েছে ক্যালিয়ারি কর্তৃপক্ষ। কিন্তু সিরি আ-এর পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি তাদের বিরুদ্ধে। খুব সম্ভবত এর চেয়েও বিস্ময়কর ব্যাপার হল, ইন্টার সমর্থক গ্রুপ কার্ভা নর্দ ক্যালিয়ারি সমর্থকদের পক্ষেই সাফাই গেয়েছে। তারা জানিয়েছে, ক্যালিয়ারি সমর্থকদের ব্যবহার বর্ণবাদী ছিল না। আরও জানিয়েছে, ইতালির বিভিন্ন ক্লাব বিভিন্নভাবে নিজ ফুটবলারদের অনুপ্রাণিত করার চেষ্টা করে থাকে। একই ভাবে প্রতিপক্ষের ফুটবলারদের নার্ভাস করে দেওয়ার কায়দাও ভিন্ন তাদের। লুকাকুর উদ্দেশ্যে বানরের অঙ্গভঙ্গি ক্যালিয়ারি সমর্থকদেরই ভিন্ন ট্যাকটিক্স বলে মনে করে কার্ভা নর্দ।

    এতদিন ধরে বর্ণবাদের অভিযোগ চলে আসলেও সিরি আ-এর উদাসীনতা দেখে চটেছেন সাবেক চেলসি স্ট্রাইকার দেম্বা বা। টুইটারে লিখেছেন, কৃষ্ণাঙ্গ সব ফুটবলারের উচিত সিরি আ-কে বয়কট করা, 'বর্ণবাদে ইতালির সমস্যার কারণেই সুযোগ পেলেও সিরি আ-তে খেলতে যাইনি কোনওদিন। সব কৃষ্ণাঙ্গ ফুটবলারদের উচিত ইতালি বয়কট করা। এতে তাদের বৈষম্য বা বর্ণবাদের সমস্যা সমাধান হবে না, কিন্তু আমরা অন্তত এই সমস্যা থেকে বিরত থাকতে পারব।'